TRENDING:

‘৪৮ ঘণ্টার বেশি ফাইল দফতরে পড়ে থাকবে না’, প্রশাসনিক বৈঠকে একাধিক কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

‘৪৮ ঘণ্টার বেশি ফাইল দফতরে পড়ে থাকবে না’, প্রশাসনিক বৈঠকে একাধিক কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ টাকা খরচ হয়নি। নবান্নে প্রশাসনিক বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সেই টাকা ফেরতের নির্দেশ দিলেন। একইসঙ্গে তাঁর বক্তব্য, প্রকল্প ধরে বরাদ্দ টাকা কাজে লাগাতে হবে। ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে সব কাজ। কাজে গতি আনতে তৈরি হল নতুন মেকানিজম। সবমিলিয়ে প্রায় ২০ টি দফতরের রিপোর্ট কার্ডে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

টাকা রয়েছে। কিন্তু স্রেফ ঢিলেমির জন্য তা খরচ হচ্ছে না। অবস্থা এতটাই খারাপ যে বরাদ্দের ১৫ শতাংশ টাকাও খরচ করতে পারেনি অনেক দফতর। প্রশাসনিক বৈঠকে এই দফতরগুলোর কাজে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী।

কোন কোন দফতর টাকা খরচে চরম ব্যর্থ?

আইন ও সমবায়

কৃষি বিপণন

খাদ্য প্রক্রিয়াকরণ

সুন্দরবন উন্নয়ন

পশ্চিমাঞ্চল উন্নয়ন

advertisement

কারিগরি শিক্ষা দফতর

‘৪৮ ঘণ্টার বেশি ফাইল দফতরে পড়ে থাকবে না’,নবান্নের বৈঠকে সচিবদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর ৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতি সপ্তাহে রিভিউ মিটিং করতে হবে সব দফতরকে ৷ দফতরের সচিবদের সঙ্গে বৈঠক করতে হবে ৷’

পারফরমেন্সের নিরিখে রাজ্যের সব দফতরকে ৩টি ভাগে ভাগ করা হয়। দফতরগুলির কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

advertisement

১৫ থেকে ৪০ শতাংশ -- উচ্চশিক্ষা, ক্রীড়া, পরিবহণ, শিশুকল্যাণ, স্বরাষ্ট্র, সহ ১৫টি দফতর

৪০ থেকে ৮০ শতাংশ -- তথ্য সংস্কৃতি, কারা, জলসম্পদ সহ অধিকাংশ দফতর

৮০ শতাংশের উপরে -- পঞ্চায়েত ও বিদ্যুৎ, সেচ, জনস্বাস্থ্য ও কারিগরী, নগরোন্নয়ন

কাজের গতি আনতে বৈঠকে একগুচ্ছ নির্দেশিকাও দেন মুখ্যমন্ত্রী।

ডিসেম্বরের মধ্যে বাকি প্রকল্পের কাজ শেষ করতে হবে

advertisement

খরচ করতে না পারলে টাকা ফেরত নিয়ে নেবে রাজ্য

১৫ সেপ্টেম্বরের মধ্যে ফেরত নিয়ে নেবে

দফতরের প্রধান সচিবদের রিভিউ মিটিং বাধ্যতামূলক

৪৮ ঘণ্টার মধ্যে সহ ফাইল ছাড়তে হবে

সমস্ত ফাইলকে ফাইল ট্র্যাকিং সিস্টেমে আনতে হবে

সুন্দরবন, পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ আর কোনও নির্মাণ করতে পারবে না

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই তিনটি পর্ষদের নির্মাণ সংক্রান্ত কাজ করবে PWD ৷ পুরুলিয়া, ঝাড়গ্রাম আলিপুরদুয়ার, কোচবিহার, দঃ ২৪ পরগনার কাজেও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে অবিলম্বে উন্নয়নে গতি আনার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘৪৮ ঘণ্টার বেশি ফাইল দফতরে পড়ে থাকবে না’, প্রশাসনিক বৈঠকে একাধিক কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর