উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় শহীদ হয়েছে ২০ জন ৷ তাদের মধ্যে ২ জন এ রাজ্যের ৷ ভারতীয় সেনার তরফে প্রকাশ করা তালিকা থেকে এই তথ্য জানা গিয়েছে । এরাজ্যের দুই শহীদ জওয়ান হলেন বিশ্বজিত ঘড়াই ও জি দলাই ৷ বিশ্বজিত গঙ্গাসাগরের বাসিন্দা ৷ অন্যদিকে শহিদ জি দলাই হাওড়ার মুন্সিরহাট যমুনাবালির বাসিন্দা ৷ সোমবারই ২ শহিদের মৃতদেহ আনা হবে কলকাতায় ৷ এদিন দেহ তুলে দেওয়া হবে তাঁদের পরিবারের হাতে ৷
advertisement
২. উরি জঙ্গি হানায় জইশ-এ-মহম্মদের হাত ?
রবিবার জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭ জন জওয়ান ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ দীর্ঘ আড়াই ঘণ্টার লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করতে সফল হয়েছে সেনা ৷ ভোর ৫:২০ নাগাদ হামলা চালায় তিন চারজনের একটি জঙ্গি দল ৷ সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উরি হামলার তীব্র নিন্দা করেছেন দেশের প্রাক্তন সেনা ও কূটনীতিকরা ৷ হামলার সমালোচনা করে, তাঁরা স্পষ্টই জানিয়ে দিলেন, এই হামলার বিরুদ্ধে ভারতের গর্জে ওঠা উচিত ৷
৩. উরি হামলায় নিহত জওয়ানের সংখ্যা বেড়ে ২০
উরি হামলায় মৃত্য জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ ৷ সোমবার সকালে হাসপাতালে মৃত্যু হয় চিকিৎসাধীন তিন জওয়ানের ৷ রবিবার জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা ৷ দীর্ঘ চার ঘণ্টার লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করতে সফল হয়েছে সেনা ৷ ভোর ৫:২০ নাগাদ হামলা চালায় তিন চারজনের একটি জঙ্গি দল ৷ সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উরি হামলার তীব্র নিন্দা করেছেন দেশের প্রাক্তন সেনা ও কূটনীতিকরা ৷ হামলার সমালোচনা করে, তাঁরা স্পষ্টই জানিয়ে দিলেন, এই হামলার বিরুদ্ধে ভারতের গর্জে ওঠা উচিত ৷
৪. মাত্র ১০০ টাকা ও এক প্লেট বিরিয়ানির জন্য ৪২টি বাসে আগুন দিল যুবতী
মাত্র ১০০ টাকা ও এক প্লেট বিরিয়ানির জন্য ৪২টি বাসে আগুন লাগানোর অভিযোগ উঠল ২২ বছরের এক যুবতীর বিরুদ্ধে ৷ কাবেরীর জলবন্টন ইস্যু নিয়ে অশান্ত হয়ে উঠে ভারতের ‘বাগিচা শহর’ ৷ চলতি মাসের ১২ তারিখ বেঙ্গালুরু জুড়ে তুমুল তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা ৷ তামিলনাড়ুগামী ৪০টিরও বেশি বাসে আগুন লাগিয়ে দেয় জনতা ৷ বাসস্ট্যান্ড, বাস ডিপোতেও ভাঙচুর চালায় প্রতিবাদীরা ৷
৫. স্কাইপের লন্ডন অফিস বন্ধ করছে মাইক্রোসফ্ট, কাজ হারাতে চলেছেন ৪০০ কর্মী
স্কাইপের লন্ডন অফিস বন্ধ করার পরিকল্পনা করছে টেক জায়েন্ট মাইক্রোসফ্ট ৷ রিপোর্ট অনুযায়ী, এর জেরে কর্মচ্যুত হতে চলেছেন প্রায় ৪০০ কর্মচারী ৷ সংস্থার তরফে জানানো হয়েছে যে বেশ কিছু দফতরকে এক ছাতার তলায় আনার চেষ্টায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ফলে স্কাইপ আর ইয়ামার বেশ কেয়কজন কর্মহীন হতে চলেছেন বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে ৷
৬. পন্ডিতিয়া আবাসনে গাড়ি ভাঙচুরে গ্রেফতার আরও ৩
পণ্ডিতিয়া রোডে গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের নাম সানু গুপ্ত, বান্টি গুপ্ত, অধীর সরকার ৷ এর আগে রবিবার চারজনকে গ্রেফতার করে লেক থানার পুলিশ ৷ ধৃতদের নাম শক্তি সিং, রাজেশ চৌধুরী, অমৃতলাল যাদব ও প্রকাশ রায় ৷ এই নিয়ে পন্ডিতিয়া আবাসনে গাড়ি ভাঙচুরের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
৬. নির্দল কাউন্সিলরের মৃত্যুতে শিলিগুড়িতে আরও বিপাকে বামেরা
নির্দল কাউন্সিলরের মৃত্যুতে শিলিগুড়িতে আরও বিপাকে বামেরা। রবিবার সকালে মৃত্যু হয় শিলিগুড়ির পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরবিন্দ ঘোষের। গত পুরভোটে এই নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়েই বোর্ড গড়ে বামেরা। সম্প্রতি ফরওয়ার্ড ব্লকের ছেড়ে তৃণমূলে যোগ দেন এক কাউন্সিলর। সেই ধাক্কা সামলানোর আগেই নির্দল কাউন্সিলের মৃত্যুতে ম্যাজিক ফিগার থেকে আরও পতন হল অশোক ভট্টাচার্যদের।
৭. বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সালিশি সভায় হেনস্থা, অপমানে আত্মঘাতী যুবক
সালিশি সভায় হেনস্থার জেরে আত্মঘাতী যুবক ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জড়িয়ে পড়া প্রমিক যুগলের বিচার করার জন্য আয়োজন করা হয় সালিশি সভার ৷ সভায় হেনস্থার অভিযোগ উঠে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ৷ প্রকাশ্যে অসম্মানিত হওয়ায় মেনে নিতে পারেননি যুবক ৷ অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তিনি।
৮. জমি ফেরতের দাবিতে বিক্ষোভ কৃষকদের
জমি ফেরতের দাবিতে বিক্ষোভ কৃষকদের ৷ হিডকো ভবনের সামনে বিক্ষোভ৷ জমি ফেরতের দাবিতে হিডকোকে আবেদন ৷ আজই আবেদন পত্র জমা দেন এলাকার কৃষকরা ৷
আবেদনপত্র দেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেনকে ৷
৯. ফের মদন মিত্রের জামিন খারিজ মামলায় সিবিআইয়ের আবেদন ফেরাল হাইকোর্ট
সোমবার আরও একবার হাইকোর্টে বড় ধাক্কা খেল সিবিআই ৷ মদন মিত্রের জামিন খারিজ মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আরও একবার ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ আদালতে আগে থেকে জমে থাকা বিপুল সংখ্যক মামলাকে অগ্রাহ্য করে মদন মামলার শুনানি এগিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়ে দিল হাইকোর্ট ৷
১০. আজ রাজ্যে চিনা প্রতিনিধি দল
২২ জনের চিনা প্রতিনিধি দল আসছে রাজ্যে ৷ শিল্পমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বৈঠক প্রতিনিধি দলের ৷ কলকাতার এক পাঁচতারা হোটেলে বৈঠক খুলতে পারে চিনা বিনিয়োগের দরজা ৷ আগে বিনিয়োগ টানতে চিন গিয়েছিলেন শিল্পমন্ত্রী ৷