TRENDING:

Animal Care in Zoo: শুধু মানুষ নয় তীব্র গরমে নাজেহাল চিড়িয়াখানার পশুপাখিরাও, এবার ওদের সুশীতল রাখতে তৎপর বন দফতর

Last Updated:

Animal Care in Zoo: এই গরমে নাজেহাল চিড়িয়াখানার পশু-পাখিরাও।আলিপুর চিড়িয়াখানা থেকে নিউটাউন নতুন 'জু' সেন্টার সর্বত্রই জলের জোগান বাড়াতে চায় রাজ্য বন দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ তাপপ্রবাহে গলদঘর্ম অবস্থা চিড়িয়াখানার কর্মীদের৷ একই সঙ্গে এই গরমে নাজেহাল চিড়িয়াখানার পশু-পাখিরাও। তাদের স্বাস্থ্যের কথা ভেবে চিড়িয়াখানায় পশু-পাখিদের খাঁচা বা এনক্লোজারে জলের জোগান বাড়ানোর জন্য এবার পুরসভাকে অনুরোধ জানাল রাজ্য বন দফতর। আলিপুর চিড়িয়াখানা থেকে নিউটাউন নতুন 'জু' সেন্টার সর্বত্রই জলের জোগান বাড়াতে চায় রাজ্য বন দফতর।
চিড়িয়াখানার পশুপাখিদের সুশীতল রাখতে এবার তৎপর বন দফতর
চিড়িয়াখানার পশুপাখিদের সুশীতল রাখতে এবার তৎপর বন দফতর
advertisement

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, " ফেরুল বাড়ানোর জন্য আমরা অনুরোধ করেছি। ফেরুল বাড়ানো হলে প্রতিটি খাঁচায় জলের পরিমাণ বাড়বে ৷ তাতে সুবিধা হবে ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ সারাক্ষণ নজর রাখছেন পশু-পাখিদের চিকিৎসক মারফত। এছাড়া সিসি ক্যামেরায় নজরদারি চলছে সারাদিন। তবে জলের জোগান এই গরমে না বাড়ালে মুশকিল ৷ যেহেতু পুরসভা এই জলের জোগান দেয়, তাই তাদের কাছে আমরা আবেদন জানিয়েছি, ফেরুল বাড়ানোর জন্য।"

advertisement

আরও পড়ুনঃ মোবাইল ছুঁড়ে ফেলার পর একেবারে অন্যভাবে ভাবছে সিবিআই, নিয়োগ দুর্নীতিতে তদন্তে নতুন পদ্ধতি

গরম পড়ার সঙ্গে সঙ্গেই চিড়িয়াখানার পশুপাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া অফিস থেকে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে তাই তোড়জোড় আরও বেশি করা হচ্ছে। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক  জানিয়েছেন, 'প্রতিটি এনক্লোজ়ারেই ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরা দিয়ে সর্বক্ষণ নজরদারি চলছে প্রতিটি পশুপাখির উপর। কারও আচরণ, চলাফেরা অন্য রকম মনে হলেই সেখানে চিকিৎসকরা পৌঁছে যাবেন।'

advertisement

গরমে পশুপাখিদের স্বস্তি দিতে ব্যবস্থা করা হয়েছে ধারাস্নানের। পাখিদের ও ছোট আকারের পশুদের জন্য থাকছে স্প্রিঙ্কলারের ব্যবস্থা। সরীসৃপদের জন‍‍্য ঘরে থাকছে এই ব্যবস্থা। আর বাঘ-সিংহ বা ভালুকদের পাইপ দিয়ে স্নান করানোর ব্যবস্থা চালু হয়েছে। এর মধ্যে অবশ্য হাতিদের এনক্লোজারে শাওয়ারের জায়গা পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুনঃ তীব্র গরমে নাকাল পড়ুয়ারা! সোমবার থেকে রাজ্যের সব স্কুলে ছুটি, জারি নির্দেশিকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নিরামিষাশী পশুদের দৈনন্দিন খাদ্যতালিকায় বাড়ানো হয়েছে তরমুজের মতো রসালো ফল এবং পেঁয়াজের পরিমাণ। ভালুককে বেশি করে টক দই আর বাবু-সহ চার শিম্পাঞ্জিকে ঘোলের সরবত খাওয়ানো হচ্ছে। বাঘ-সিংহ, লেপার্ড ও জাগুয়ারের খাদ্য তালিকা থেকে মোষের মাংসের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে মুরগির মাংস। বাঘের খাঁচার কাছে তো বটেই আশপাশেও বড় বড় পাত্র রাখা হয়েছে। সেগুলোতে জল ঢেলে রাখা হয়েছে। রাখা হয়েছে বাথ টাব। তা ছাড়া বাঘের বিচরণ ক্ষেত্রের বেশ কিছু জায়গায় ছায়ার বন্দোবস্ত করা হয়েছে।গরমে তাদের যাতে কষ্ট না হয়, তার জন্য বিশেষ পাখার ব্যবস্থা করা হয়েছে।গরমে একটি বাঘও যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য দিনে অন্তত পক্ষে দু’বার করে স্নান করানো হচ্ছে তাদের। রয়্যাল বেঙ্গল টাইগারদের ঘন ঘন দেওয়া হচ্ছে ওআরএস মেশানো জলও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Animal Care in Zoo: শুধু মানুষ নয় তীব্র গরমে নাজেহাল চিড়িয়াখানার পশুপাখিরাও, এবার ওদের সুশীতল রাখতে তৎপর বন দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল