Jiban Krishna Saha Mobile: মোবাইল ছুঁড়ে ফেলার পর একেবারে অন্যভাবে ভাবছে সিবিআই, নিয়োগ দুর্নীতিতে তদন্তে নতুন পদ্ধতি
- Written by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Jiban Krishna Saha Mobile: তল্লাশিতে সিবিআই গেলে ফ্ল্যাট বা বাড়িতে চাবি না থাকলে সিল করে দেওয়া হবে। তথ্য প্রমান যাতে লোপাট না হয় তাই সতর্ক সিবিআই , সিবিআইয়ের দাবি, সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় যে সাত জনের বিশেষ টাস্ক ফোর্স গঠন হয়েছে তা মূলত তদন্তে গতি আনতেই।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার তল্লাশি করতে গেলে সিবিআই টিমের সদস্যদের আরও সতর্কতার নির্দেশ। জীবন কৃষ্ণ সাহা মোবাইল পুকুরে ফেলার পর থেকে সিবিআই গোয়েন্দাদের দাবি, তথ্য প্রমান লোপাট করার চেষ্টা করছে অভিযুক্ত। আর তাই এবার থেকে মোবাইলে যাতে তথ্য প্রমাণ নষ্ট করতে না পারে তাই আগেভাগে সিবিআই টিমকে সতর্ক থাকতে বলা হয়েছে । পাশাপাশি, জীবন কৃষ্ণ সাহার মোবাইল ঘিরে রহস্য।
কোন প্রভাবশালীকে আড়াল করতে মোবাইল পুকুরে ফেলা হল? কোন উল্লেখযোগ্য ডকুমেন্টস রয়েছে মোবাইলে? CBI এর গোয়েন্দাদের হাতে পড়লে কী জানা যেত? মোবাইল পুকুরে ফেলে কোন তথ্য প্রমান নষ্ট করার চেষ্টা জীবন কৃষ্ণর? সিবিআইয়ের দাবি, মোবাইল পুকুরে ফেলে দিয়ে নিজের বিপদ বাড়াচ্ছেন বিধায়ক। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমান লোপাটের চেষ্টা অভিযোগ আনবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
advertisement
আরও দেখুন -
advertisement
প্রথমে একটি মামলায় তাঁর নাম জড়ায়। এবার দুটি মামলাতে তাঁর নাম। প্রাইমারি - আপার প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত এই জীবন, দাবি সিবিআইয়ের। তবে সিবিআই এবার তল্লাশি সময় আরও সতর্ক। এবার থেকে যে যে জায়গায় তল্লাশি করতে যাবে সিবিআই সেখানে ফ্ল্যাট, বাড়ি বা অফিসে যদি সিবিআই চাবি না থাকায় ঢুকতে না পারে তাহলে সেই ফ্ল্যাট, বাড়ি সিল করে দেওয়া হবে। যেরকম গতকাল হৈমন্তী - গোপালের ফ্ল্যাট, বিভাসের ফ্ল্যাট চাবি না মেলায় সিল করা হয়েছে।
advertisement
আরও পড়ুন - Special Kulfi: ‘আরে লে লো বাবু’ অল্প টাকায় গরম ঠেকাতে দুরন্ত কুলফি, তবে কলকাতায় নয়...
সিবিআইয়ের দাবি, সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় যে সাত জনের বিশেষ টাস্ক ফোর্স গঠন হয়েছে তা মূলত তদন্তে গতি আনতেই। আর তাই একের পর এক অভিযান চলছে। তাই অভিযুক্তরা বুঝে ওঠার আগেই তল্লাশি করবে সিবিআই। এইজন্য যদি কেউ তথ্য প্রমান লোপাটের চেষ্টা করে তা মোকাবিলা করতে সিবিআই বিশেষ ভাবে সতর্ক। মোবাইল হক বা ফ্ল্যাট হোক তথ্য প্রমান যাতে কেউ নষ্ট না করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে সিবিআই।
advertisement
ARPITA HAZRA
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 16, 2023 11:48 AM IST









