গত সোমবার ৬০ বছরের বৃদ্ধা আনয়োরা বিবি এনআরএস হাসপাতালের ( NRS Hospital) ওপিডিতে চিকিৎসক দেখানোর জন্য গিয়েছিলেন৷ তাঁকে চারতলায় যেতে হত৷ পায়ে ব্যাথার জন্য তিনি লিফট ব্যবহার করার কথা ভাবেন৷ সেখানেই একটি বড় লিফট ছিল, পাশে ছিল একটি ছোট লিফট৷ বৃদ্ধা মহিলা ছোট লিফটে চাপেন৷ দ্বিতীয় তলার কাছে গিয়ে লিফট বন্ধ হয়ে যায়৷ সোমবার থেকে লিফটে বন্ধ হয়ে আটকে যাওয়ার পর শুক্রবার অবধি চারদিন আটকে থাকে (Women Stuck in Lift)৷ সোমবার থেকে শুক্রবার চারদিন তিনি জীবন -মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকেন৷
advertisement
আরও পড়ুন - Lionel Messi Covid 19 Positive: নতুন বছরের দ্বিতীয় দিনেই দুঃসংবাদ, মেসি করোনা পজিটিভ
একটু একটু জল ও সামাণ্য খাবার খেয়ে কাটাচ্ছিলেন সময়
বাংলা দৈনিক গণশক্তিতে প্রকাশিত খবর অনুযায়ি বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা আনোয়ারা বিবি বলেন লিফটে আটকে থাকার পর বাসিন্দা আনোয়ারা বিবি বলেন, ‘‘লিফটে আটকে থাকার পর আমি অনেক চেঁচামেচি করি, কিন্তু কেউ আমার চিৎকার শোনেনি৷ ’’ মহিলা আরও বলেন,‘‘আমার কাছে একটা জলের বোতল ও একটা চূড়ার প্যাকেট ছিল৷ রোজ একটু করে চূড়া ও একটু করে জল খেয়েছিলাম৷ আর ভাবতাম কে কখন এসে দরজা খুলবে৷ কিন্তু এরকম হয়নি৷’’
আরও পড়ুন - Bank Holidays: জানুয়ারি মাসে ১৬ দিন ছুটি! কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট
এভাবে লিফট থেকে মহিলা বেরোন
চারদিন পরেও যখন মহিলা বাড়িতে পৌঁছননি, তখন পরিবার তাঁকে খুজতে বেরোয়৷ তাঁরা হাসপাতালে পৌঁছন৷ কিন্তু সেখানেও তাঁকে পাওয়া যায়নি৷ শুক্রবার হাসপাতালে ওই মহিলার এক পরিচিত পৌঁছন৷ তিনি ওই মহিলার আওয়াজ শুনতে পান৷ তিনি ওই আওয়াজ শুনে আরও লোককে ডেকে নেন৷ তারপর সুরক্ষিতভাবে ওই লিফটে আটকে থাকা বৃদ্ধা মহিলাকে ((Women Stuck in Lift) ) উদ্ধার করা হয়৷ মহিলার চারদিন অন্ধকারে থাকায় প্রচণ্ড ভয়ে ছিলেন৷ মিডিয়া রিপোর্ট অনুযায়ি হাসাপাতাল ( NRS Hospital ) কর্তৃপক্ষ জানিয়েছে তাঁরা এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল নয়৷