TRENDING:

Kolkata Weather Update : সকাল থেকেই জমাট কুয়াশা! হাওড়া-শিয়ালদহে দেরিতে চলছে লোকাল ট্রেন, বিমান উড়ানেও বিঘ্ন

Last Updated:

Kolkata Weather Update Today :রবিবার ঘন কুয়াশায় ঢেকেছে শহর, দৃশ্যমান্যতা কম থাকায় ট্রেন চলাচলেও দেখা দেয় সমস্যা | প্রায় ২৫-৩০ মিনিট দেরিতে চলছে প্রত্যেকটি ট্রেন| লোকাল ট্রেন চলাচলেও বিঘ্ন৷ হাওড়া তো বটেই শিয়ালদহের বিভিন্ন শাখাতেও ট্রেন দেরিতে চলছে বলে সূত্রের খবর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২৪ ডিসেম্বর কার্যত কার্শিয়াং নেমে এল কলকাতায়৷ ভোরের আলো ফুটতেই দেখা মিলল জমাট কুয়াশার৷ ঘন কুয়াশার জেরে ট্রেন ও বিমান পরিষেবার সকাল সকালই বাধা পড়ল রবিবার৷ এদিকে এদিন টেট থাকায় ভোর ভোরই ট্রেন, বাসে চেপে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন পরীক্ষার্থীরা৷ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তির শিকার হতে হল তাঁদেরও৷
advertisement

ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয় এদিন। রবিবার সকালে দৃশ্যমানতা নেমে গিয়েছিল ২৫ মিটারে। এদিন সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা বিমানবন্দর ও নিউটাউন সংলগ্ন অঞ্চল। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমান নেমে যায় ৫০ মিটারে।

আরও পড়ুন: বহিষ্কার করেছে রাজ্যপাল, মেয়াদ বাড়াল রাজ্য! যাদবপুরের উপাচার্য থেকে সমাবর্তনের অনুষ্ঠান, চূড়ান্ত নটকীয়তা

advertisement

এরপর, সাড়ে ছটা নাগাদ এই দৃশ্যমানতা আরও কমে ২৫ মিটারে পৌঁছয়। এর ফলে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় বিমান চলাচল। বেশ কয়েকটি বিমান ছাড়তে না পেরে আটকে থাকে কলকাতা বিমানবন্দরে। পাশাপাশি নিউ টাউন এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে, যানবাহন চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট অসুবিধের সৃষ্টি হয়

আরও পড়ুন: রাস্তা বদলেছে সাগরের ঘূর্ণাবর্ত! ফুঁসছে নিম্নচাপ..বড়দিনেও কি আকাশে মেঘ?

advertisement

রবিবার ঘন কুয়াশায় ঢেকেছে শহর, দৃশ্যমান্যতা কম থাকায় ট্রেন চলাচলেও দেখা দেয় সমস্যা | প্রায় ২৫-৩০ মিনিট দেরিতে চলছে প্রত্যেকটি ট্রেন| লোকাল ট্রেন চলাচলেও বিঘ্ন৷ হাওড়া তো বটেই শিয়ালদহের বিভিন্ন শাখাতেও ট্রেন দেরিতে চলছে বলে সূত্রের খবর৷

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

কুয়াশার দাপটে সকাল দৃশ্যমান্যতা কম ছিল গোটা রাজ্যের পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়েও। দৃশ্যমান্যতা কম থাকার কারণে শিয়ালদহ মেন শাখায় ট্রেন অনেক দেরিতে চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Weather Update : সকাল থেকেই জমাট কুয়াশা! হাওড়া-শিয়ালদহে দেরিতে চলছে লোকাল ট্রেন, বিমান উড়ানেও বিঘ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল