ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয় এদিন। রবিবার সকালে দৃশ্যমানতা নেমে গিয়েছিল ২৫ মিটারে। এদিন সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা বিমানবন্দর ও নিউটাউন সংলগ্ন অঞ্চল। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমান নেমে যায় ৫০ মিটারে।
advertisement
এরপর, সাড়ে ছটা নাগাদ এই দৃশ্যমানতা আরও কমে ২৫ মিটারে পৌঁছয়। এর ফলে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় বিমান চলাচল। বেশ কয়েকটি বিমান ছাড়তে না পেরে আটকে থাকে কলকাতা বিমানবন্দরে। পাশাপাশি নিউ টাউন এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে, যানবাহন চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট অসুবিধের সৃষ্টি হয়
আরও পড়ুন: রাস্তা বদলেছে সাগরের ঘূর্ণাবর্ত! ফুঁসছে নিম্নচাপ..বড়দিনেও কি আকাশে মেঘ?
রবিবার ঘন কুয়াশায় ঢেকেছে শহর, দৃশ্যমান্যতা কম থাকায় ট্রেন চলাচলেও দেখা দেয় সমস্যা | প্রায় ২৫-৩০ মিনিট দেরিতে চলছে প্রত্যেকটি ট্রেন| লোকাল ট্রেন চলাচলেও বিঘ্ন৷ হাওড়া তো বটেই শিয়ালদহের বিভিন্ন শাখাতেও ট্রেন দেরিতে চলছে বলে সূত্রের খবর৷
কুয়াশার দাপটে সকাল দৃশ্যমান্যতা কম ছিল গোটা রাজ্যের পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়েও। দৃশ্যমান্যতা কম থাকার কারণে শিয়ালদহ মেন শাখায় ট্রেন অনেক দেরিতে চলছে।