কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক বিভাগ জলমগ্ন। সুপারের অফিসের ভিতরে এক হাঁটু জল। অ্যানানাটমি বিভাগ, প্যাথলজি বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগের সামনে কোমর সমান জল। ব্লাড টেস্ট-সহ বিভিন্ন প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা বিপর্যস্ত।
আরও পড়ুনঃ বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, কী অবস্থা কলকাতা বিমানবন্দরের? জল যন্ত্রণার ছবি দেখুন
শিয়ালদহ এনআরএস হাসপাতালের রেডিওলজি বিভাগ, সার্জারি, চেস্ট বিভাগের সামনে হাঁটুর উপরে জল। আউটডোর পরিষেবা বিপর্যস্ত। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ, সার্জারি ডিপার্টমেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, মেডিসিন বিভাগের সামনে হাঁটু জল। কোনওক্রমে আউটডোর পরিষেবা চলছে।
advertisement
পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল আউটডোর পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ। ইমারজেন্সি থেকে গাইনি ডিপার্টমেন্ট কোমর সমান জল। এসএসকেএম হাসপাতাল ও প্রসূতি যোগ বিভাগের সামনে হাঁটু জল। হৃদরোগ বিভাগের আউটডোর ভবন, ইএনটি অর্থোপেডিক সংস্থা বিভাগের সামনে হাঁটু সমান জল। পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক্স রে রুমে জল থৈথৈ। জরুরি বিভাগ থেকে গাইনি বিভাগে রোগীকে ভয়াবহ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে নাজেহাল রোগীর পরতিবারের সদস্যরা।