TRENDING:

Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

Last Updated:

Kolkata Weather Update: প্রবল দুর্যোগ। রাতভর অতিভারী বৃষ্টি। বন্ধ গঙ্গার লকগেট। এই তিনের জেরেই ভাসল কলকাতা। কিন্তু কলকাতাবাসীর দুর্ভোগ পুরোপুরি কাটেনি। বুধবার পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবার রাতভর বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। বিভিন্ন গলিপথ জলমগ্ন হয়ে পড়ে। মঙ্গলবার রাত পর্যন্তও সেই জল নামেনি। পুজোর সময়ে শহরকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুর প্রশাসন। প্রবল দুর্যোগ। রাতভর অতিভারী বৃষ্টি। বন্ধ গঙ্গার লকগেট। এই তিনের জেরেই ভাসল কলকাতা। কিন্তু কলকাতাবাসীর দুর্ভোগ পুরোপুরি কাটেনি। বুধবার পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় (Photo: Kausik Sen)
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় (Photo: Kausik Sen)
advertisement

আরও পড়ুন- ভুয়ো ট্রেডিং অ্যাপের ফাঁদে পা দেবেন না ! কীভাবে বুঝবেন আসল না নকল প্ল্যাটফর্ম? টিপস দিচ্ছেন বিশেষজ্ঞ

কেন ভাসল কলকাতা ?

কলকাতার আকার কিছুটা গামলার মতো। চারপাশ উঁচু। মাঝে নিচু। তাই, বৃষ্টি হলেই জল জমে। কিন্তু, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে কলকাতাবাসী যে দৃশ্য দেখলেন, তা নজিরবিহীন। গলি থেকে রাজপথ। সর্বত্রই জল থইথই। কেন এই জল-বিপর্যয় ? কেন এই ভাবে ভাসল মহানগরী ? কেন জল নামতে সময় লেগে গেল ? কলকাতার জমা জল গঙ্গায় গিয়ে পড়ে ৷ গঙ্গায় রয়েছে লকগেট। এই লকগেট খোলা থাকলে জমা জল গিয়ে পড়ে গঙ্গায়। জোয়ারের সময় গঙ্গার জলস্তর বেড়ে যায় বলে লকগেট বন্ধ রাখা হয়। যাতে জোয়ারের জল কলকাতাকে ভাসিয়ে না দেয়। সোমবার রাতে জোয়ারের সময় গঙ্গার জলস্তর স্বাভাবিকের থেকে ১৮ ফুট বেশি ছিল। তাই সোমবার রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ ছিল লকগেট। এই সময়েই রেকর্ড বৃষ্টি হয় কলকাতায়।

advertisement

সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ায়। ৩৩২ মিলিমিটার। এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউড বার্স্ট বলা হয়। অর্থাৎ মেঘভাঙা বৃষ্টি। সোমবার রাত তিনটে থেকে ভোর চারটের মধ্যে প্রায় ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়। সাধারণত কলকাতা থেকে জল বের করা হয় একাধিক খাল দিয়ে। যেমন বাগজোলা, চড়িয়াল, চৌবাগা, তপসিয়া ইত্যাদি। এদিন সেটাও সম্ভব হয়নি। কারণ সবক’টি খালই জলে টুইটুম্বুর। জল বেরোবে কোথা দিয়ে! ফলে যা হওয়ার তাই-ই হয়েছে। মঙ্গলবার ভেসেছে কলকাতা।

advertisement

আরও পড়ুন– ‘এখানে ব্যবসা করছে আর পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে !’ কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় CESC-র গাফিলতিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

ধীরে ধীরে জল নামছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তার মধ্যেই নতুন দুঃসংবাদ। মঙ্গলবার সন্ধ্যায় দুর্যোগঘটিত কারণে মৃত্যু হয়েছে আরও এক জনের। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় মৃত্যু হল নয় জনের। লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা ধরলে দুর্যোগে প্রাণ হারালেন ১০ জন। আবহাওয়া দফতর জানাচ্ছে, দ্বিতীয়ায় ‘রেকর্ড’ করে ফেলেছে কলকাতার বৃষ্টি। ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি ঝরল কলকাতায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল