জানা যায়, বাড়ির ড্রয়িং রুমে খেলার সময় দুর্ঘটনাটি ঘটে। মা ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন সে’সময়। পুলিশের তরফে জানানো হয়েছে, ডাইনিং টেবিলে খেলার সময় আচমকা পড়ে যায় একরত্তি, সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। পরিবারের সদস্যদের তরফে মল্লিকবাজারের এক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর গোটা বিষয়টি স্পষ্ট হবে পুলিশের কাছে ।
advertisement
দু’বছর আগে আর একটি মর্মান্তিক ঘটনা সামনে আসে। নিজের জন্মদিনের অনুষ্ঠানেই ফুটন্ত সম্বরের কড়াইয়ে পড়ে মৃত ২ বছরের শিশু। ২ বছরের ছোট্ট মেয়ের জন্মদিনের আয়োজন হয়েছিল বাড়িতে। নিমন্ত্রিত ছিলেন অনেকে। চলছিল রান্নাবান্না, অতিথি আপ্যায়ন। কিন্তু তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক কাণ্ড। রান্নার বড় কড়াইয়ে পড়ে গিয়ে ঝলসে মারা গেল ছোট্ট শিশুটি।