TRENDING:

মোবাইল চোর ধরলেন কুণাল ঘোষ !

Last Updated:

বাগুইআটি ট্র্যাফিক গার্ডের কুণাল, সুব্রত এবং জাফরের জন্য অভিনন্দন জানিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: গতকাল, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ, চিনারপার্কে, বাস থেকে নেমে এক মহিলা যাত্রী অভিযোগ করেন যে, তাঁর মোবাইল ফোন বাসে চুরি হয়ে গিয়েছে । তৎক্ষণাৎ চিনারপার্কে ডিউটিতে থাকা বাগুইআটি ট্র্যাফিক গার্ডের অবর পরিদর্শক কুণাল ঘোষ এবং কনস্টেবল সুব্রত আইচ বাইকে করে গিয়ে বাসটি আটকান। তাঁরা বাসে উঠে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং সন্দেহবশে একজনের তল্লাশি করলে তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করেন। তার মধ্যে ছিল ওই মহিলার ফোনও। ফোনটি তাঁকে ফেরত দিয়ে, ব্যক্তি এবং উদ্ধারকৃত বাকি মোবাইলগুলি বাগুইআটি থানায় পাঠিয়ে দেওয়া হয়।
advertisement

আরও পড়ুন-  সুকান্ত মজুমদারের ‘মন কি বাত’! 'ব্যক্তি নয়, দলের পদ-চেয়ারকে সম্মান করুন...’

একটি পৃথক ঘটনায়, বাগুইআটি ট্রাফিক গার্ডের CVF আবু জাফর এবং অবর পরিদর্শক কুণাল ঘোষ স্পন্দন হাসপাতালের কাছে নাইট রাউন্ড ডিউটির সময়ে, বাইক-সহ এক ব্যক্তির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন ৷ তাঁরা তাকে আটক করে গাড়ির কাগজপত্র দেখতে চান।জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে ওই ব্যক্তি স্বীকার করেন যে বাইকটি তার চুরি করা। তাকে এবং চোরাই বাইকটিকেও বাগুইআটি থানায় পাঠিয়ে দেওয়া হয়।

advertisement

কুণাল ঘোষ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাগুইআটি ট্র্যাফিক গার্ডের কুণাল, সুব্রত এবং জাফরের জন্য অভিনন্দন জানিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মোবাইল চোর ধরলেন কুণাল ঘোষ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল