বিভিন্ন জেলায় জেলায় কত পরিযায়ী শ্রমিক আছে তার তালিকা তৈরি করতে বলল সিইও দফতর। বুথ ধরে ধরে জেলাশাসকদের থেকে তথ্য চাওয়া হয়। অন্য রাজ্যে ভোটার তালিকায় নাম থাকলেও সেখানে নাম বাদ দিয়ে যদি এ রাজ্যে নাম তুলতে চায় তাহলে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে জেলা শাসকদের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের।
advertisement
রাজ্যে ২২ লক্ষ এর ও বেশি পরিযায়ী শ্রমিকরা যাতে কেউ তালিকা থেকে বঞ্চিত না হন, তার জন্যই এই বিশেষ উদ্যোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। স্পেশাল ইনটেনসিভ রিভিভিশন কার্যকরী হওয়ার পরেও প্রয়োজনে কিউআর কোড ব্যবহার করে তাদের নাম তালিকায় তোলা হবে বলেই কমিশন সূত্রে খবর। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু করতে চায় নির্বাচন কমিশন । জানা যাচ্ছে, পুজোর আগেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। সেই সম্ভাবনা ধরেই এগিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি । সেই মতো দলের কর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। সূত্রের খবর, বিজেপির তরফে এখনও পর্যন্ত ৪৫ হাজার বিএলআই তৈরি করা হয়েছে। তাঁদেরকে কী করতে হবে তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দলের অ্যাপে প্রতিদিন কী কাজ হল তা নিয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিএলআইদের। বিজেপির তরফে আরও বুথ লেবেল এজেন্ট বা বিএলএ তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। এর পাশাপাশি বিএলও-দের সংখ্যাও বাড়াতে চাইছে গেরুয়া শিবির। জানা যাচ্ছে, বিজেপির টার্গেট ৭০ হাজারের মতো বিএলও বা বুথ লেবেল অফিসার তারা তৈরি করতে পারবে। আর এরাই হবে ২৬-এর নির্বাচনের আগে বিজেপির প্রতিটি বুথের সেরা সৈনিক।