TRENDING:

Kolkata Fire: নিয়ন্ত্রণে আগুন! সাধারণের জন‍্য খুলল অ‍্যাক্রোপলিস মল

Last Updated:

ফের আগুন অ‍্যাক্রোপলিস মলে। সোমবার সকালেই আগুন লাগে অ‍্যাক্রোপলিস শপিং মলে। সূত্রের খবর মলের দ্বিতীয় তলায় লেগেছে আগুন। এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল, ফের আগুন লাগল কীভাবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের আগুন অ‍্যাক্রোপলিস মলে। সোমবার সকালেই আগুন লাগে অ‍্যাক্রোপলিস শপিং মলে। সূত্রের খবর মলের দ্বিতীয় তলায় লেগেছে আগুন। এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল, ফের আগুন লাগল কীভাবে? বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। সাধারণের জন্য খুলে দেওয়া হল মল। অন্যান‍্য দিন  ১০.৩০ -তে খোলা হয়। আজ আগুনের কারণে খানিকটা দেরিতে খোলা হল।
ফের আগুন আতঙ্ক, খালি করে দেওয়া হল অ‍্যাক্রোপলিস মল! এখন কী পরিস্থিতি?
ফের আগুন আতঙ্ক, খালি করে দেওয়া হল অ‍্যাক্রোপলিস মল! এখন কী পরিস্থিতি?
advertisement

১১ টা থেকে অফিস শুরু হওয়ার কথা সেই মতোই মলের বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীরা প্রবেশ করেন। হঠাৎই মলের ভেতরে বেজে ওঠে ফায়ার অ‍্যালার্ম। প্রত্যক্ষদর্শীদের দাবি ফুটকোট থেকে তারা ধোঁয়া দেখতে পায়। সেই মতো সকলকে বাইরে বের করে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: এক ফোঁটাও জল লাগবে না, ওয়াশিং মেশিনও দরকার নেই! ৫ উপায়ে পরিষ্কার করুন লেপ, কম্বল, মিনিটে সাফ সমস্ত ধুলো-ময়লা

advertisement

আগুনের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ফুড কোর্টে রান্নার তেল গরম হয়ে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সেই আগুন প্রাথমিক ভাবে স্টাফেরাই নিভিয়ে দেয়। আগুনের কারণে, সিনেপোলিসের সবরমতী এক্সপ্রেসের শো দেরিতে শুরু হয়েছে। এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক। প্রসঙ্গত, গত জুন মাসে আগুন লাগার পর বেশ কিছুদিন বন্ধ ছিল কলকাতার এই অতি পরিচিত শপিং মল।

advertisement

আরও পড়ুন: ডিম সেদ্ধ করতে গেলেই ফেটে যায়? বেরিয়ে আসে ভেতরের কুসুম! জলে মাত্র ১ চামচ এই জিনিস ফেলে দিলেই কেল্লাফতে, সেদ্ধ হবে ‘পারফেক্ট’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগেও অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গিয়েছিল মলটি৷ সেবার শপিং মলের তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুকস্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি ৷ পুজোর আগে খুলবে কী না, তা নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল ৷ তবে পুনরায় মলটি খোলার ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ কারণ মলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। মল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছিলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Fire: নিয়ন্ত্রণে আগুন! সাধারণের জন‍্য খুলল অ‍্যাক্রোপলিস মল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল