১১ টা থেকে অফিস শুরু হওয়ার কথা সেই মতোই মলের বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীরা প্রবেশ করেন। হঠাৎই মলের ভেতরে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। প্রত্যক্ষদর্শীদের দাবি ফুটকোট থেকে তারা ধোঁয়া দেখতে পায়। সেই মতো সকলকে বাইরে বের করে নিয়ে আসা হয়।
advertisement
আগুনের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ফুড কোর্টে রান্নার তেল গরম হয়ে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সেই আগুন প্রাথমিক ভাবে স্টাফেরাই নিভিয়ে দেয়। আগুনের কারণে, সিনেপোলিসের সবরমতী এক্সপ্রেসের শো দেরিতে শুরু হয়েছে। এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক। প্রসঙ্গত, গত জুন মাসে আগুন লাগার পর বেশ কিছুদিন বন্ধ ছিল কলকাতার এই অতি পরিচিত শপিং মল।
এর আগেও অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গিয়েছিল মলটি৷ সেবার শপিং মলের তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুকস্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি ৷ পুজোর আগে খুলবে কী না, তা নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল ৷ তবে পুনরায় মলটি খোলার ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ কারণ মলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। মল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছিলেন ৷