কলকাতার পাশাপাশি হাওড়াতেও পথের বলি। রবিবার হাওড়ার ব্যাঁটরা থানার কদমতলায় বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ হারান এক মহিলা। নিহতের নাম অর্চনা দত্ত। অনুষ্ঠানবাড়ি থেকে ফেরার পথে তাঁর বাড়ির সামনেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দ্রুতগতিতে ছুটে আসা মোটরবাইক ধাক্কা দেয় অর্চনাকে। গুরুতর আহত অবস্থায় অর্চনাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্তকে আড়াল করার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন : কড়া নজরদারি চালিয়ে মানবপাচার চক্র মোকাবিলার অভিযানে বড় সাফল্য রেলের
প্রসঙ্গত পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক প্রচার চললেও রোধ করা যায়নি দুর্ঘটনা। শহরের রাজপথের পাশাপাশি দুর্ঘটনার বলি হওয়ার ঘটনা জারি রয়েছে জেলাতেও। শনিবার রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মিনাখাঁয় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জন, আহত হন ২০ বাসযাত্রী। মিনাখাঁর জয়গ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে বিয়েবাড়ির বাসটি। ঘটনায় পুরো দোকানটি ভেঙে তছনছ হয়ে যায়। দোকানের ভেতরে থাকা এক মহিলা, গাড়ির চালক-সহ মোট চারজনের মৃত্যু হয়। ভগ্নগ্রস্ত দোকানের দেওয়ালের ইটের পাজরের ভিতর থেকে জেসিবি দিয়ে দেহ উদ্ধার করা হয়।
( প্রতিবেদন: রৌনক দত্ত চৌধুরী ও দেবাশিস চক্রবর্তী)