TRENDING:

Kolkata Police: আইনি সাহায্য নিতে থানায় এসেছিলেন গৃহবধূ, বাড়ি গিয়ে তাঁকেই কুপ্রস্তাব সাব ইন্সপেক্টরের

Last Updated:

দিন কয়েক আগে ওই গৃহবধূ গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে কী ধরনের আইনি সাহায্য পাওয়া যায় তা জানতে হরিদেবপুর থানায় যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গার্হস্থ্য হিংসার শিকার হয়ে আইনি সাহায্য নিতে থানায় এসেছিলেন গৃহবধূ৷ সেই সুযোগে বাড়ির ঠিকানা, ফোন নম্বর জেনে নিয়ে ওই বধূকেই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে৷ হরিদেবপুর থানার অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, দিন কয়েক আগে ওই গৃহবধূ গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে কী ধরনের আইনি সাহায্য পাওয়া যায় তা জানতে হরিদেবপুর থানায় যান৷ সেই সময় আইনুল হক নামে এক সাব ইনস্পেক্টরের সঙ্গে কথা হয় ওই গৃহবধূর৷ তখনই ওই মহিলার থেকে তাঁর বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর জেনে নেন ওই সাব ইন্সপেক্টর৷

আরও পড়ুন:  'বিশ্বাসঘাতকতা ঠিক নয়', প্রেমিকার গলা কাটা দেহের পাশে বসে বলল প্রেমিক! এবার মধ্যপ্রদেশে নৃশংসতা

advertisement

অভিযোগ, ঠিকানা এবং ফোন নম্বর জেনে নিয়ে সোমবার রাতে ওই গৃহবধূর বাড়িতে পৌঁছে যান অভিযুক্ত সাব ইন্সপেক্টর৷ বাড়িতে গিয়ে ওই মহিলাকে তিনি কুপ্রস্তাব দেন বলে অভিযোগ৷ এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে বিষয়টি কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন করে জানান ওই গৃহবধূ৷ গতকাল অভিযুক্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত
আরও দেখুন

গৃহবধূর অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় লালবাজার৷ সাসপেন্ড করা হয় অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে৷ পুলিশ সূত্রের খবর, থানায় কিছু না জানিয়েই সরাসরি ওই গৃহবধূর বাড়িতে চলে যান ওই সাব ইন্সপেক্টর৷ তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: আইনি সাহায্য নিতে থানায় এসেছিলেন গৃহবধূ, বাড়ি গিয়ে তাঁকেই কুপ্রস্তাব সাব ইন্সপেক্টরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল