পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত যুবকের নাম প্রীতম পাল (২৭)৷ সে মহেশতলার বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে, কেন এই বিপুল পরিমাণ টাকা নিয়ে সে যাচ্ছিল, তা যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি অভিযুক্ত৷
আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরসভা নির্বাচন (KMC Elections 2021)৷ তার আগে এ দিন পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের সামনে থেকে ওই ব্যক্তিকে নগদ এক কোটি টাকা সমেত গ্রেফতার করে এসটিএফ৷ ধৃতকে পার্ক স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে৷
advertisement
আরও পড়ুন: ‘কর্মসূচি' নয় 'ধর্মসূচি' আছে ওদের, পুর প্রচারে বিজেপিকে কটাক্ষ নচিকেতার
কী উদ্দেশ্যে, কাকে দেওয়ার জন্য ওই ব্যক্তি এত টাকা নিয়ে এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ পুরভোটে ব্যবহারের জন্যই এই অর্থ আনা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
আরও পড়ুন: উর্দি পরে এমন কাজ করতে পারলেন? বিধাননগর কাণ্ডে দুই পুলিশকর্মীকে প্রশ্ন বিচারকের
পুরসভা নির্বাচনের আগে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে কলকাতা পুলিশ৷ ভোটে যাতে হিসেব বহির্ভূত টাকার ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে থানাগুলিকেও৷ গোপন সূত্রে খবর পেয়েই এ দিন পার্ক স্ট্রিটের ওই এলাকায় আগেভাগে নজরদারি চালাচ্ছিল পুলিশ৷
সন্দেহভাজন ওই ব্যক্তি সেখানে আসতেই তল্লাশি করে তার কাছ থেকে নগদ এক কোটি টাকা উদ্ধার করা হয়৷ ধৃতকে আজই আদালতে পেশ করা হবে৷ ধৃতের কাছে অধিকাংশ ২০০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে৷ ৫০০ টাকার নোট মিলেছে কুড়িটি৷