আনন্দপুর থানা এলাকার বাসন্তী হাইওয়ে থেকে ওই আটজনকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, এদের কোনও ‘অপরাধ’ ঘটানোর পরিকল্পনা ছিল বলেই সন্দেহ করা হচ্ছে। যাওয়ার পথে খবর পেয়েই গাড়ি আটকানো হয়। যদিও কী অপরাধ, তা স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। ধৃতদের থেকে দু’টি হাতে আঁকা মানচিত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যা নিয়ে সন্দেহ বাড়ছে পুলিশের।
advertisement
পুলিশ সূত্রে খবর, বিশেষ সূত্রে জানতে পেরেই অভিযানে নামে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তার পরেই গ্রেফতার করা হয় ওই আট জনকে। ধৃতদের কাছ থেকে মোট তিনটি বন্দুক, কয়েক রাউন্ড গুলি, একটি কুঠার, একটি বড় ছুরি, দু’টি হাতে আঁকা মানচিত্র, দড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত এর আগে গত মার্চের শেষে এই আনন্দপুরেই এক পুরুষ এবং এক মহিলাকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল। তাঁদের থেকে ১১টি অস্ত্র মিলেছিল।