৪০০ টাকার ছোট্ট 'ম্যাজিক'...! হুড়মুড়িয়ে বিকোচ্ছে এই Mini AC, দেওয়াল খোঁড়াখুঁড়ির ঝামেলা নেই, কয়েক মিনিটেই ঘর হবে কাশ্মীর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Portable Air Conditioner: এবার কিন্তু বাজারে এল সুখবর। বাজারে একটি অত্যন্ত শক্তিশালী এসি পাওয়া যাচ্ছে যা এখনও পর্যন্ত তৈরি যেকোনও এয়ার কন্ডিশনারের চেয়ে আকারে অনেক ছোট। আবার এই এসির জন্য কোনও খোঁড়াখুঁড়িরও প্রয়োজন পরে না দেওয়ালে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
VIHALKRUPA কোম্পানির মিনি পোর্টেবল এসি:এই মিনি এয়ার কন্ডিশনারের দাম একদম কম। আছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। LED আলো, টাইমার, ৩টি স্প্রে মোড, ৩টি উইন্ড মোড, এছাড়াও এটি অত্যন্ত হালকা হওয়ায় খুব সহজে বহনযোগ্য। Amazon এ VIHALKRUPA কোম্পানির এই মিনি পোর্টেবল এসির দাম মাত্র ১,০৯৯ টাকা। ম্যাজিকে কমাবে গরম।
advertisement
advertisement
advertisement
এগুলি কীভাবে কাজ করে:আপনি যদি এই পোর্টেবল এয়ার কন্ডিশনারটি চালাতে চান, তাহলে আপনাকে এতে শুকনো বরফ অথবা জল ব্যবহার করতে হবে, যার মাধ্যমে এটি আপনাকে শীতলতা প্রদান করে থাকে। যদি আপনিও এই মিনি এসি কেনেন, তাহলে আপনার সাশ্রয় হবে, আবার ঠান্ডাও পাবেন। এটি পরিচালনা করা খুবই সহজ এবং এটি প্রায় কোনও বিদ্যুৎ খরচ করেই না। যারা টেবিলে বসে কাজ করেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত ডিভাইস।