আরও পড়ুনঃ নথির ফাইল মাথায় করে SIR শুনানিতে হাজির, হয়রানির অভিযোগ তুলে সরব সোনপুরের বাসিন্দা
কিন্তু অনেকেই জানেন না কারা এই প্রকল্পে রেজিস্ট্রেশন করাতে পারে। কলকাতা পুলিশ সেই সব বিশদে তাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। কলকাতা পুলিশের অধীনে ‘প্রণাম’ (PRONAM) প্রকল্পে রেজিস্ট্রেশন কেবল সেই সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য উপলব্ধ যাদের বয়স ৬০ বছর বা তার বেশি এবং যারা কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় একাকী অথবা শুধুমাত্র তাঁদের স্বামী/স্ত্রীর সাথে বসবাস করছেন।
advertisement
এই সুবিধাটি কেবলমাত্র কলকাতা পুলিশ এলাকার থানাগুলির বাসিন্দাদের জন্য সীমাবদ্ধ এবং আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। কলকাতা পুলিশ এলাকার বাইরে বসবাসকারী নাগরিকরা এই সুবিধার আওতাভুক্ত নন। যোগ্য ব্যক্তিরা দ্রুত এবং সহজতর রেজিস্ট্রেশনের জন্য pronam.kolkatapolice.org অথবা pronam.co.in এর মাধ্যমে অনলাইনেও আবেদন করতে পারেন, যা সংশ্লিষ্ট থানা দ্বারা যাচাই সাপেক্ষ। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, ছবি, রক্তের গ্রুপ, যোগাযোগের নম্বর এবং জরুরি অবস্থায় যোগাযোগযোগ্য ব্যক্তির ফোন নম্বর।
