TRENDING:

EXCLUSIVE: প্রিয় লেখকের সঙ্গে হঠাৎ দেখা আইপিএস আধিকারিকের

Last Updated:

বিধানসভার লবিতে তুললেন ছবি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: লেখকের ভক্ত। লেখার ভক্ত তিনি। চাকরি জীবনে পশ্চিমবঙ্গে এসে সেই লেখকের সঙ্গে দেখা। বিধানসভায় অন্য ছবি দেখা গেল। কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক সতীশ। বিধানসভার লবিতে দেখা করলেন বলাগড়ের বিধায়ক তথা দলিত সাহিত্য লেখক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে। সেখানেই মনোরঞ্জন ব্যাপারীর লেখা বই নিয়ে প্রকাশ করলেন তাঁর ভালবাসা। এমন গুণমুগ্ধ পাঠক পেয়েও খুশি বলাগড়ের বিধায়ক।
প্রিয় লেখকের সঙ্গে হঠাৎ দেখা আইপিএস আধিকারিকের
প্রিয় লেখকের সঙ্গে হঠাৎ দেখা আইপিএস আধিকারিকের
advertisement

মনোরঞ্জন ব্যাপারী জানিয়েছেন, ‘‘অন্ধ্রপ্রদেশ নিবাসী আইপিএস অফিসার সতীশবাবু আমার সঙ্গে দেখা করবেন বলে অপেক্ষা করছিলেন বিধান সভার লবিতে। ওনাকে এখানে টেনে এনেছে আমার একখানা বই ‘বাতাসে বারুদের গন্ধ’’! যার ইংরেজি অনুবাদ ‘‘ Gun powder in the air'' । লেখক হিসাবে এটাও আমার কাছে কম বড় প্রাপ্তি নয়।’’

আরও পড়ুন- গতি মাত্র ৫ কিমি, বেহালায় দৌড়ল মেট্রো 

advertisement

স্কুলের চৌকাঠ পেরনোর সুযোগ মেলেনি কোনও দিন। কিন্তু দেশের হেন কোনও নামী বিশ্ববিদ্যালয় নেই, যেখানে তিনি বক্তব্য রাখেননি বা তাঁর জীবন আর সাহিত্য নিয়ে আলোচনা হয়নি। বাংলা সাহিত্যের পাঠকদের কাছে মনোরঞ্জন ব্যাপারীর লেখা একেবারেই অনন্য এক অভিজ্ঞতা। তার প্রধান কারণ, বাংলা সাহিত্যসমাজের যে চেনা বৃত্ত, মনোরঞ্জন তার একেবারে বাইরের লোক। তিনি মুটে-মজুরি করেছেন, ছাগল চড়িয়েছেন, দীর্ঘ সময় যাদবপুর অঞ্চলে রিক্সা চালিয়েছেন, চায়ের দোকানে টেবিল বয়ের কাজ করেছেন, মেথরের কাজ করেছেন, ছত্তিসগঢ়ের জঙ্গলে দিনের পর দিন কাঠ কেটে সাইকেলে চাপিয়ে গ্রামে নিয়ে গিয়ে বিক্রি করেছেন, চাকরি করেছেন নাইট গার্ডের।

advertisement

বিশ্বখ্যাত  আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশ নিয়েছেন শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নবনীতা দেবসেন, তসলিমা নাসরিনের মতো বাঙালি সাহিত্যিকদের সঙ্গে।  আটের দশকের গোড়ায় রিক্সাচালক মনোরঞ্জনের পরিচয় হয়ে যায় সওয়ারি মহাশ্বেতা দেবীর। তাঁর উৎসাহেই লেখা শুরু। নিজের জীবনের এক একটা অংশই তো তাঁর এক একটা গল্প হয়ে উঠেছে। উঠে এসেছে উপন্যাসের একের পর এক চরিত্র। কিন্তু পাঠক সমাদরে এই সব কিছুকে ছাপিয়ে গেল তাঁর আত্মজীবনী ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’ প্রকাশের পর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: প্রিয় লেখকের সঙ্গে হঠাৎ দেখা আইপিএস আধিকারিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল