সদ্য প্রয়াত প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকস্তব্ধ সব মহল। আর তাঁকে শ্রদ্ধা জানিয়ে কলকাতা পুলিশ (Kolkata Police) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। কারণ হাঁদা-ভোঁদা, নন্টে ফন্টের স্রষ্টা বাঙালির জীবনে ওতোপ্রতোভাবে জড়িয়ে তিনি। বাঙালি ছেলেমেয়েদের ছোটবেলার অন্যতম সাক্ষী বর্ষীয়ান কার্টুনিস্ট। কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকেও তাঁর প্রয়াণে শোক প্রকাশ করা হয়। পাশাপাশি সেই কার্টুন বা কমিক্সকেই করোনা সচেতনতায় অস্ত্র হিসেবে ব্যবহার করছে কলকাতা পুলিশ।
advertisement
এই অভিনব উদ্যোগকে কীভাবে দেখছেন, এই ব্যাপারে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা জানান, "কলকাতা পুলিশের করোনা সচেতনতা নিয়ে অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাই। মাইকিং করেও মানুষ সচেতন হচ্ছে না। ফলে কার্টুন চরিত্র মাধ্যমে সোশ্যাল মিডিয়া তুলে ধরলে সেটা সাধারণ মানুষের কাছে অনেকখানি গ্রহণ যোগ্য হবে। শিশুরাও মাস্ক পরায় আগ্রহ দেখাবে। এধরণের অভিনব প্রচার আরও বেশি সোশ্যাল মিডিয়ায় করা উচিত।"
আরও পড়ুন- পোষা বেড়ালছানা টেনে নিয়ে গিয়েছিল! পাঁচ ফুটের গোখরো সাপ বনদফতরের হাতে
বাজার থেকে ট্রেন বাস সর্বত্র এক চিত্র। কারো মাস্ক গলায় ঝুলছে, কারো মাস্ক থুতনিতে। পুলিশের মাইকিং, প্রচার, মাস্ক বিলি চলছে ঠিকই, কিন্তু এখনও হুঁশ নেই অনেকের। আর তাই এই অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের। কিন্তু কলকাতা পুলিশের কার্টুনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্রচার দ্বারা সাধারণ মানুষ বা শিশুরা কতটা সচেতন হবেন? মনোবিদ সোনালী চট্টোপাধ্যায় (clinical psychologist ) জানান, "কলকাতা পুলিশের এই অভিনব উদ্যোগ খুব ভালো। যে কাজ মানুষকে বলে করানো যায় না, সেই কাজ এভাবে কার্টুন - কমিক্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া তুলে ধরা হলে সাধারণ মানুষ থেকে শিশু সকলের মনে গেঁথে থাকবে। এটা মানসিক ভাবেও অতন্ত্য স্বস্তিদায়ক বিষয়। কার্টুন দেখতে সকলেই পছন্দ করেন। ফলে করোনা সচেতনতা অভিনব এই প্রচার কলকাতা পুলিশকে কুর্নিশ দিতেই হয়।"
সদ্য প্রয়াত বাংলা কমিক্স জগতে কিংবদন্তি নারায়ণ দেবনাথ। কমিক্সের সঙ্গে বাঙালির জীবন যাপনের নিবিড় যোগসূত্র ঘটিয়েছিলেন তিনি। সেই কমিক্সকে মাধ্যম করে আজকরোনা অতিমারীর আবহে মানুষের মনে সচেতনতার বার্তা পৌঁচ্ছে দিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
Arpita Hazra