অশোকনগর আট নম্বর কাকপুল বশাক পাড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি গোখরো সাপের আনাগোনা লক্ষ করে স্থানীয় বাসিন্দারা। এমনকি দিন চারেক আগে এলাকার মীনাক্ষী মিস্ত্রি নামের এক বাসিন্দার বাড়ির একটি পোষ্য বিড়ালছানা টেনে গর্তের মধ্যে নিয়ে যায় গোখরো সাপটি। তার থেকেই আতঙ্ক ছড়ায় অশোকনগরের এই বশাক পাড়া এলাকায়। মঙ্গলবার সকালে ফের গর্তের সামনে রোদ পোহাতে ওঠে সুদীর্ঘ গোখরো সাপটি। কীভাবে তাকে ধরা গেল দেখুন ভিডিও। এই খবর চাউর হতেই স্থানীয় মানুষদের মারফত খবর যায় বিধায়ক নারায়ণ গোস্বামীর কানে খবর দেওয়া হয়। সেই মতো স্কুল শিক্ষক তথা প্রাক্তন বন সহায়ক কর্মী প্রলয় চট্টোপাধ্যায় ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় গর্ত খুঁড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি গোখরো সাপ এবং একটি দাড়াস সাপ উদ্ধার করে গর্ত থেকে। দাঁড়াস সাপটি পাশের একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হলেও গোখরো সাপটি তুলে দেওয়া হয় বনদফতরের হাতে। সাপ উদ্ধারের পরে স্থানীয় বাসিন্দারা বনদফতরের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক নারায়ন গোস্বামীকেও। Report- Jiaul Alam