মূল ঘটনায় ৯৯ দিনের মাথায় আদালতে চার্জশিট দিল পুলিশ। ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত দুই ভাই প্রসূণ এবং প্রণয়, দু’জনেই বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন: মহিলা থেকে মণিপুর! মোদিকে বিঁধতে ‘৫ সঙ্কট’ তুলে তীব্র কটাক্ষ তৃণমূলের! নিশানা বিজেপির ‘গিফট’ নিয়েও
advertisement
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই ট্যাংরার দে পরিবারের ঘটনায় শিউরে ওঠে গোটা শহর। ১২ ফেব্রুয়ারি এম বাইপাসে মেট্রোর স্তম্ভে ধাক্কা মারে দে পরিবাররে গাড়ি। গাড়িতে ছিলেন দে পরিবারের ছোট ছেলে প্রসূণ দে, বড় ছেলে প্রণয় দে এবং প্রণয়ের নাবালক পুত্র। এরপরেই তদন্তে নেমে উঠে গোটা পরিবারের মর্মান্তিক ঘটনা।
তদন্তে জানা যায়, পরিবারের তিন সদস্য রোমি দে, সুদেষ্ণা দে এবং প্রিয়ম্বদাকে খুনের অভিযোগ ওঠে ছোট ছেলে প্রসূণের বিরুদ্ধে। তিনটি দেহ বাড়িতে রেখে প্রতীপ ও তার বাবা প্রণয়কে নিয়ে বেরিয়ে পড়েছিলেন প্রসূন। ভোরে তাঁদের গাড়ি বাইপাসের ধারে মেট্রোর স্তম্ভে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিন জনই গুরুতর জখম হন। দীর্ঘদিন হাসপাতালে ছিলেন তাঁরা। সুস্থ হয়ে ওঠার পরে খুনের অভিযোগে প্রথমে গ্রেফতার করা হয় প্রসূনকে। বর্তমানে গ্রেফতার হল প্রণয়কেও।