TRENDING:

Sanjay Rai handed over to CBI: সিবিআই-এর হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ! আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট?

Last Updated:

আর জি কর কাণ্ডের তদন্তে এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর তদন্তকারী দল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা পুলিশ৷ কিছুক্ষণ আগেই সঞ্জয়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় পুলিশ৷ আজই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে সিবিআই৷ একই সঙ্গে তদন্ত সংক্রান্ত বাকি তথ্যপ্রমাণ এবং নথিও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আগে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে সঞ্জয়ের মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷
advertisement

আর জি কর কাণ্ডের তদন্তে এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর  সিবিআই-এর ওই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেয়৷

আরও পড়ুন: ‘রাস্তায় পড়ে থাকা কোনও দেহ এটা নয়!’ আর জি কর কাণ্ড ‘পিকিউলিয়ার’, বললেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি

advertisement

গতকালই আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ আদালত নির্দেশ ছিল, বুধবার সকাল দশটার মধ্যে সিবিআইকে মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, তথ্যপ্রমাণ হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে৷ সেই  মতো আজ সকালের মধ্যেই ধৃত সঞ্জয় সহ বাকি নথি এবং তথ্যপ্রমাণ সিবিআই-কে হস্তান্তর করল কলকাতা পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে এই উৎসব, কতদিন চলবে জানুন
আরও দেখুন

আর জি কর কাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত বলে বার বারই অভিযোগ তুলছেন আন্দোলনরত চিকিৎসকরা৷ যদিও এখনও পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করতে পেরেছে কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, হেফাজতে পাওয়ার পর আজ থেকেই সঞ্জয় রায়কে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকরা৷ আর জি কর কাণ্ডে রহস্যের জট সিবিআই ভেদ করতে পারে কি না, সেটাই এখন দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sanjay Rai handed over to CBI: সিবিআই-এর হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ! আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল