Calcutta high court on R G Kar murder: 'রাস্তায় পড়ে থাকা কোনও দেহ এটা নয়!' আর জি কর কাণ্ড 'পিকিউলিয়ার', বললেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি

Last Updated:

পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে এ দিন এজলাসেই কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দেয় হাইকোর্ট৷

কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করল হাইকোর্ট৷ তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর কেন হাসপাতালের সুপার অথবা প্রিন্সিপাল পুলিশে অভিযোগ দায়ের করলেন না এবং সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের হল না, তা নিয়েই এ দিন প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম৷ তাঁর পর্যবেক্ষণ, ‘আমরা বুঝতে পারছি না, রাস্তায় পড়ে থাকা কোনও দেহ এটা নয়। প্রিন্সিপাল বা সুপারইনটেনডেন্ট কেন অভিযোগ করলেন না?’ আর জি করের ঘটনাকে ‘পিকিউলিয়ার’ বলেও এ দিন মন্তব্য করেন প্রধান বিচারপতি৷
আর জি কর কাণ্ডে প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছিল পুলিশ৷ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের এই মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি৷ রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে যুক্তি দেওয়া হয়, যেহেতু প্রথমে কোনও অভিযোগ আসেনি, তাই প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়৷ যদিও রাজ্যের এই যুক্তি গ্রহণযোগ্য নয় বলেই জানিয়ে দেন প্রধান বিচারপতি৷ পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে এ দিনই তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত৷
advertisement
advertisement
এ দিন পুলিশের পাশাপাশি আর জি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট৷ ইস্তফা দেওয়ার চার ঘণ্টার মধ্যেই কেন তাঁকে ফের অন্য একটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদে বসানো হল, সেই প্রশ্নও তোলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ আপাতত সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে আদালত৷ তাঁর ছুটির আবেদন মঞ্জুর করার জন্যও রাজ্য স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
advertisement
পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে এ দিন এজলাসেই কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দেয় হাইকোর্ট৷ বাকি নথি আগামিকাল সকাল সাড়ে দশটার মধ্যে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta high court on R G Kar murder: 'রাস্তায় পড়ে থাকা কোনও দেহ এটা নয়!' আর জি কর কাণ্ড 'পিকিউলিয়ার', বললেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement