TRENDING:

Kolkata police bans protest rallies near RG Kar hospital: শ্যামবাজার পাঁচ মাথার মোড় সহ আরজি কর চত্বরে নিষিদ্ধ মিটিং, মিছিল! নির্দেশিকা জারি পুলিশের

Last Updated:

শনিবার রাতেও মিছিল করে আরজি কর হাসপাতালে গিয়ে চিকিৎসককে ধর্ষণ, খুনের প্রতিবাদ করেন শহরের নাট্যব্যক্তিত্বরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে প্রায় প্রতিদিনই শ্যামবাজার সহ আরজি কর হাসপাতাল চত্বরে চলছে মিটিং, মিছিল এবং জমায়েত সংগঠিত করা হচ্ছিল৷ চিকিৎসক হত্যার এই প্রতিবাদের ঝড়ের মধ্যেই আরজি কর হাসপাতাল চত্বর এবং শ্যামবাজার এলাকায় মিটিং, মিছল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ৷ শনিবার রাতেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে লালবাজার৷ আজ ১৮ অগাস্ট থেকে আগামী ২৪ অগাস্ট পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে৷
আরজি কর হাসপাতাল চত্বরে মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের৷
আরজি কর হাসপাতাল চত্বরে মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের৷
advertisement

নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড় সহ আরজি কর হাসপাতাল চত্বর এবং হাসপাতাল সংলগ্ন শ্যামবাজার, বেলগাছিয়া  এলাকার বিভিন্ন রাস্তায়  আগামী ২৪ তারিখ পর্যন্ত জনের বেশি জমায়েত করতে পারবেন না৷ শান্তি বিঘ্নিত হওয়ার যুক্তি দিয়েই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷

ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ এতদিন মিটিং, মিছিল জমায়েত বন্ধ করতে ১৪৪ ধারা বলবৎ করা হত৷ কিন্তু ভারতীয় দণ্ডবিধি অবলুপ্ত হওয়ায় ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ৷

advertisement

আরও পড়ুন: আরজি কর ভাঙচুর কাণ্ডে তলব মীনাক্ষী সহ ৭ জনকে! লালবাজারে যাবেন? জবাব দিলেন ডিওয়াএফআই নেত্রী

যদিও বিরোধীদের অভিযোগ, আরজি কর কাণ্ডে তৈরি হওয়া জনরোষ এবং প্রতিবাদকে দমন করতেই এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ৷ পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, জে কে মিত্র রোড, বেলগাছিয়া রোড সহ আরজি কর হাসপাতাল সংলগ্ন একাধিক রাস্তায় জমায়েত, মিটিং, মিছিলে আগামী সাত দিন নিষেধাজ্ঞা জারি থাকবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শনিবার রাতেও মিছিল করে আরজি কর হাসপাতালে গিয়ে চিকিৎসককে ধর্ষণ, খুনের প্রতিবাদ করেন শহরের নাট্যব্যক্তিত্বরা৷ শুধু নাট্যকর্মীরা নন, শনিবার রাতে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় আরজি কর কাণ্ডের পথে নামেন সাধারণ মানুষ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata police bans protest rallies near RG Kar hospital: শ্যামবাজার পাঁচ মাথার মোড় সহ আরজি কর চত্বরে নিষিদ্ধ মিটিং, মিছিল! নির্দেশিকা জারি পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল