Kolkata Police summons Minakshi Mukherjee: আরজি কর ভাঙচুর কাণ্ডে তলব মীনাক্ষী সহ ৭ জনকে! লালবাজারে যাবেন? জবাব দিলেন ডিওয়াএফআই নেত্রী

Last Updated:

আরজি করে হামলাকারীদের খুঁজতে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত ছবি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানেও ডিওয়াইএফআই-এর পতাকা হাতে বেশ কয়েকজনকে দেখা গিয়েছে৷

মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব লালবাজারের৷
মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব লালবাজারের৷
কলকাতা: আরজি কর হাসপাতালে গত বুধবার রাতে ভাঙচুর চালানোর ঘটনায় এবার মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম ছাত্র যুব সংগঠনের নেতাদের তলব করল কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এসএফআই এবং ডিওয়াইএফআই-এর মোট সাতজন নেতানেত্রীকে লালবাজারে তলব করা হয়েছে৷
তদন্তে সাহায্য করতেই তিনি লালবাজারে হাজিরা দেবেন বলে জানিয়েছেন মীনাক্ষী৷ যদিও এখনও তিনি পুলিশের তলবের নোটিস হাতে পাননি বলে দাবি করেছেন ডিওয়াইএফআই নেত্রী৷
গত বুধবার রাতে কলকাতা জুড়ে প্রতিবাদ কর্মসূচির মধ্যেই আরজি কর হাসপাতালে ঢুকে পড়ে তাণ্ডব চালায় একদল উন্মত্ত জনতা৷ ঘটনার দিন আরজি কর হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন মীনাক্ষী সহ বাম ছাত্র যুব নেতৃত্বের বেশ কয়েকজন৷ আরজি করে হামলাকারীদের খুঁজতে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত ছবি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানেও ডিওয়াইএফআই-এর পতাকা হাতে বেশ কয়েকজনকে দেখা গিয়েছে৷
advertisement
advertisement
কলকাতা পুলিশের তলব সম্পর্কে মীনাক্ষী বলেন, ‘এই ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি দিতে, আরজি করের দুর্নীতি চক্র বন্ধ করতে যে তদন্ত হবে তাতে সাহায্য করতে সবসময় তৈরি৷ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নিশ্চয়ই যাবো তবে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে৷যে পুলিশ দেহ লোপাট করে দিতে পারে, আরজি করে ভাঙচুর আটকাতে পারে না, বাঁচার জন্য নার্সদের কাছে গিয়ে বলে চুড়িদার দিন, সেই পুলিশকে বিশ্বাস করব কী করে?’
advertisement
আরজি কর হাসপাতালে ভাঙচুর এবং হামলার ঘটনায় ইতিমধ্যেই তিরিশ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ বাকিদেরও খোঁজ চলছে৷ যদিও গতকাল কলকাতার নগরপাল বিনীত গোয়েল অবশ্য দাবি করেন, হাসপাতালে হামলা হলেও চিকিৎসককে খুন, ধর্ষণের ঘটনায় কোনও প্রমাণ লোপাট হয়নি৷ হামলা আটকানোর ক্ষেত্রে পুলিশের ব্যর্থতাও কার্যত স্বীকার করে নেন নগরপাল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police summons Minakshi Mukherjee: আরজি কর ভাঙচুর কাণ্ডে তলব মীনাক্ষী সহ ৭ জনকে! লালবাজারে যাবেন? জবাব দিলেন ডিওয়াএফআই নেত্রী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement