কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে। সেই অনুযায়ী, শনিবার আনন্দপুরে একটি গুদামে হানা দেয় পুলিশ ও কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। সেই গুদামে গিয়ে শতাধিক বস্তা চোখে পড়ে পুলিশের। সূত্রের খবর, ওই গুদামে ১৬৩টি বস্তায় রাখা ছিল প্রায় ৩,৬০০ কিলো পোস্তর খোলা। আফিম ও অন্যান্য মাদক তৈরিতে ব্যবহৃত হয় এই পোস্তর খোলা। উদ্ধার হওয়া এই পোস্তর খোলার দাম প্রায় ৩০ কোটি টাকা।
advertisement
আরও পড়ুন: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন শুভেন্দু অধিকারী? জল্পনা বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ
মাদক তৈরির কাঁচামাল উদ্ধারের পাশাপাশিই মাদক কারবারি সুলতান আহমেদ ও তাঁর সহযোগী ফৈয়াজ আলমকে গ্রেফতার করে পুলিশ। এই কাঁচামাল কোথা থেকে আনা হয়েছিল, আর কোথায়ই বা পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার মাদক। সম্প্রতি কাটোয়ায় মাদক উদ্ধার ও মাদক কারবারী গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল।
আরও পড়ুন: চাকরি নিয়োগ দুর্নীতির ১ নম্বর কিংপিন কে? শুভেন্দু অধিকারীর দাবিতে তোলপাড় বাংলা
তদন্তকারীরা জানাচ্ছেন, সহজে মোটা টাকা আয়ের প্রলোভন দেখিয়ে বহু সাধারণ মানুষকে মাদক পাচারের সঙ্গে জড়িয়ে দিচ্ছেন কারবারীরা। এই প্রবণতা রুখতে পাচারকারীদের পাশাপাশি মাদকচক্রের পান্ডাদের উপরও নজরদারি শুরু করেছেন গোয়েন্দারা।