সোমবার থেকে নিউটাউন এলাকায় বাসের ট্রিপ বাড়িয়ে ১৫৬ করা হচ্ছে। যা আগে ছিল ১০৮। বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইড অঞ্চলে।এখানেই স্পেশাল ট্রিপ থাকতে চলেছে ২৪ টি। দেখে নিন এক ঝলকে-
*হাতিশালা-হাওড়া*EB 13-৩ বাস থেকে বেড়ে ৫ হচ্ছে
*সাপুরজি-হাওড়া*AC 128- বাস থেকে বেড়ে ১২ হচ্ছে
advertisement
*উল্টোডাঙ্গা-ইকোস্পেস*AC 30S1-বাস থেকে বেড়ে ৩’টে হচ্ছে
*নিউটাউন-হাওড়া*S12-১৫ বাস থেকে বেড়ে ১৮ হচ্ছে
*হাইল্যান্ড উইলোজ-হাওড়া*S12E-৬ বাস থেকে বেড়ে ৮ হচ্ছে
*উল্টোডাঙ্গা-ইকোস্পেস*S30-১২ থেকে বেড়ে বাস হবে ১৫
*দমদম স্টেশন-করুণাময়ী*AC 38-৬ থেকে বেড়ে বাস ৮ হচ্ছে
পরিকল্পনা ধাপে ধাপে আগামী কয়েক দিনে ৫১ বাস বৃদ্ধি করে ৬৯ করা হচ্ছে তথ্যপ্রযুক্তি তালুকের জন্য।এর পাশাপাশি অন্যত্রও বাসের ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, দুটো শিফটে বাস নামানো হয়৷ সেই বাস চালানোর জন্য যে সংখ্যক বাস চালক প্রয়োজন তা সংখ্যায় অত্যন্ত কম৷ তাই চালক পেতে রাজ্য পরিবহণ দফতর আবেদন জানিয়েছে নবান্নকে৷ এরই মধ্যে একাধিক চালক রয়েছেন যাদের অবসরের সময়সীমা হয়ে গিয়েছে৷ ফলে এখনই নিয়োগ না হলে চালকের সংখ্যা আরও কমবে।
আরও পড়ুন : নেই বৈধ কাগজপত্র, শিয়ালদহ চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির সময় পুলিশের জালে সন্দেহভাজন বাংলাদেশি মহিলা
এই অবস্থায় ধাপে ধাপে বসে থাকা বাস রাস্তায় নামাতে প্রয়োজন চালকের।অন্যদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাও রাস্তায় তাদের বাসের সংখ্যা বাড়াচ্ছে৷ যে রুটে চাহিদা বাড়ছে, সেই রুটে রিজার্ভ থাকা বাসকে নামানো হবে। এর পাশাপাশি তাঁরা বাসে সারপ্রাইজ চেকিং চালাতে চান। যথাযথ টিকিট কেটে তাঁরা বাসে চেপেছেন কি না, তা দেখছেন তাঁরা।