রাস্তা পারাপারের সময় সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া দ্রুতগামী বাইক। প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাতেও জ্ঞান ফেরেনি।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যেই ‘স্টেপ’! জেলায় জেলায় এবার ‘ব়্যাগিং প্রিভেনশন সেল’, যাদবপুর শিক্ষা নিয়ে তৎপর রাজ্য
advertisement
বুধবার বিকেলে তার ব্রেইন ডেথ ঘোষণা করে হাসপাতাল। বাড়ির লোককে বৃহষ্পতিবার সকালে হাসপাতালে ডেকে জানানো হয়, তার শরীরের একাধিক অঙ্গ সুস্থ ও সচল। পরিবার অঙ্গদানের সম্মতি দেয়।
আরও পড়ুন: প্লে হচ্ছে না পঞ্চায়েত ভোটের CCTV ফুটেজ… এ কী করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? তাজ্জব সবাই!
লিভার ও একটি কিডনি দান করা হবে। এ ছাড়াও হার্ট, অপর কিডনি, স্কিন টিস্যু, কর্নিয়া দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ৬ টি অঙ্গ দান করতে চলেছেন জগদীশ মণ্ডলের পরিবারের সদস্যরা।