অভিযোগ, তাঁকে ওই চিকিৎসক ফোন করে বলেন হাসপাতালে চিকিৎসকের রুমে আসতে। তরুণী রাজি হননি। এরপর রাত বিরেতে ফোন করে তরুণীকে হুমকি দেন ওই অভিযুক্ত চিকিৎসক, এমনটাই দাবি তরুণীর। তরুণীর অভিযোগ, কাউকে জানালে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। ভয়ে তরুণী কাউকে বলতে পারেননি। কিন্তু বারবার হুমকি ফোন আসে। তখন তরুণী সিদ্ধান্ত নেন থানায় লিখিত অভিযোগ জানাবেন।
advertisement
এরপরেই টালিগঞ্জ থানায় (Kolkata News) গত ৫ এপ্রিল ওই তরুণী অভিযোগ করেন চিকিৎসকের বিরুদ্ধে ওই তরুণী। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ৩৫৪ ( শ্লীলতাহানি ) ৫০৯ ( হুমকি ) এই ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু তারপরও তরুণী আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন।অভিযোগকারিনী জানান, " ঘটনার পর এতগুলো দিন কেটে গেলেও অভিযুক্ত শাস্তি হয়নি। হাসপাতালে চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়ে শ্লীলতাহানি ঘটনার পর বাড়ি থেকে বেরোতে ভয় লাগছে। কারন উনি ফোনে হুমকি দিয়েছিলেন, কাউকে জানালে উনি দেখে নেবেন। "
আরও পড়ুন : টানটান নাটক! মগরাহাট জোড়া খুনের মূল অভিযুক্ত ধরা পড়ল টালিগঞ্জে!
অভিযুক্ত চিকিৎসকের হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, "তরুণী আমাদের বিষয়টি জানিয়েছেন। থানায় আমাদের তরফে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" পুলিশ সূত্রে খবর, তরুণীর গোপন জবানবন্দীর জন্য আবেদন করা হবে। অভিযোগ অনুসারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তরুণী তাঁর মায়ের সঙ্গে থাকেন দক্ষিণ কলকাতায়। প্রশ্ন উঠছে, চিকিৎসককে অনেকেই ভগবানের মত মানেন। সেই চিকিৎসকই যদি এমন অশালীন অভব্য আচরণ করেন, তাহলে সাধারণ মানুষ কাকে ভরসা করবেন? প্রশ্ন ওয়াকিবহল মহলের।
