এপ্রিল মাসের ৩০ তারিখ একটি কুরিয়ার কোম্পানি সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের বেশ কিছু প্রসাধনী-সহ প্রয়োজনীয় সামগ্রী মুম্বই থেকে কলকাতায় ট্রেন মারফত পৌঁছে দেবার প্রতিশ্রুতিও দেয়। কুরিয়ার কোম্পানির দাবি ছিল সাংসদের (Sudip Bandyopadhyay) সুটকেস পৌঁছে যাবে মে মাসের চার তারিখের মধ্যে। সেই প্রতিশ্রুতি মতো সাংসদের সুটকেস ওই কুরিয়ার সংস্থাকে দেওয়া হলেও এখনও মিসিং সুটকেসটি (Kolkata News)।
advertisement
জানা গিয়েছে এপ্রিল মাসে ৩০ তারিখ কুরিয়ার কোম্পানি মুম্বইয়ের এল টি টি স্টেশন থেকে প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী পাঠিয়ে দেয় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে শালিমার স্টেশনে। ট্রেন এলেও সাংসদের দামী প্রসাধনী-সহ সুটকেশ না মেলায় শুরু হয় তল্লাশি। বারবার খোঁজার পরেও মেলেনি কোনও সুটকেশ। পরে সাংসদের সঙ্গী ভোলানাথ দে এই মাসের পাঁচ তারিখ তালতলা থানায় অভিযোগ দায়ের করেন সাংসদের সুটকেস মিসিং এর।
আরও পড়ুন : অমরনাথে এখনও আটকে রাজ্যের ৭২ জন বাসিন্দা, জলপাইগুড়িরই ২২ জন! জানাল নবান্ন
তদন্ত শুরু করে তালতলা থানা। শেষমেশ শনিবার দুপুরে গ্রেফতার করা হয় গুন্ডু সিং, দীপাঞ্জন সেন ও অঙ্কিত সিংকে। আইনজীবী শুভদীপ অধিকারী জানান, অভিযুক্ত তিন ব্যাক্তিকে রবিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করে আগামী চোদ্দোই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত (Kolkata News)। এদিকে তিন অভিযুক্তকে নিজেদের হেফাজত পেয়ে পুলিশ জানতে চায় সাংসদের (Sudip Bandyopadhyay) ওই সুটকেসের সন্ধান, তিনজনের ভূমিকাও খতিয়ে দেখতে চায় তদন্তকারী অফিসার। তদন্তকারী অফিসার জানতে চায় ওই দিন সুটকেস ট্রেনের মধ্যে রাখা হলেও গেল কোথায়? সেখান থেকে কি কোনও সামগ্রী সরানোর মত ঘটনা ঘটেছে? কে বা কারা করে রয়েছে এর পিছনে?