প্রতিবারের মতো এবারেও একই রকমের জনপ্রিয়তা দেখা গেল বাবুকে কেন্দ্র করে। চিড়িয়াখানার এক কর্মী বলেন, "সব চিড়িয়াখানায় মানুষ যায় মূলত বাঘ, সিংহ, জিরাফ, হাতি এসব দেখতে। এখানেও তাই দেখতে মানুষ আসেন। কিন্তু বাবুর ব্যাপার আলাদা। এখানে বাবু তারকা। আর দর্শকরা তাঁর ফ্যান। আর এই তালিকায় আট থেকে আশি সব বয়সের মানুষই রয়েছে। এখানে অন্য কোনও জন্তুকে দেখা মিস হলেও হতে পারে কিন্তু বাবুকে না দেখে কেউ চিড়িয়াখানা ছাড়বে না।"
advertisement
আরও পড়ুন: ডিজিটাল লোনের নিয়মে বড়সড় বদল এনেছে রিজার্ভ ব্যাঙ্ক, জেনে নিন
তমলুক থেকে এসেছেন সুস্মিতা জানা। তিনি বলেন, "বাবুর নাম অনেক শুনেছি এবার দেখতে এলাম। কিছুদিন আগে বিশ্বকাপ দেখলাম সেখানে তো অনেকেই খেলেছে কিন্তু মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপে। যেমন তারকা বাবুকে দেখেও তাই মনে হল। দর্শকদের শুধু ওর অটোগ্রাফ নেওয়া বাকি রয়েছে।" দিল্লির বাসিন্দা অভিজিৎ বোসও প্রথমবার বাবুকে দেখে অভিভূত।
আরও পড়ুন: আর ফসল নষ্ট নয়, এবার স্বনির্ভর হবেন কৃষকরা! কৃষকদের জন্য রয়েছে কেন্দ্রের সেরা ৬ প্রকল্প
তিনি বলেন, বাবু যেন চিড়িয়াখানার বাদশা। সিনেমা যেমনই হোক লোকে সিনেমা হলে যেমন শাহরুখ খানকে দেখতে আসেন এখানেও বাবুর প্রতি মানুষের সেই রকম আবেগ।" শ্যামবাজারের যুবক শোভনদেব গুপ্ত জানিয়েছেন, "প্রায় প্রতি বছর একবার হলেও চিড়িয়াখানায় আসব। তার মূল আকর্ষণ এই বাবু। বাবুই চিড়িয়াখানার জিয়নকাঠি। আজ অন্য বেশ কয়েকটি জায়গায় ঘুরে শেষে চিড়িয়াখানায় এলাম বাবুকে একবার দেখার জন্য।"