জানা যায় বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে যাচ্ছিল নাবালিকা। বাঘাযতীন স্টেশন রোড সংলগ্ন এক এলাকায় ওই নাবালিকার পিছু নিয়েছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর হঠাৎই ওই নাবালিকার হাত ধরে অশালীন আচরণ করতে শুরু করেন বলে অভিযোগ। নাবালিকা হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। অভিযোগ, ওই ব্যক্তি নাবালিকার হাত ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
advertisement
ঘটনা দেখে প্রতিবাদ করেন স্থানীয় এক মহিলা। অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাত থেকে নাবালিকাকে বাঁচাতে চিৎকার শুরু করে দেন ওই মহিলা। সপাটে চড় মারেন ওই ব্যক্তিকে। এরপরই অবস্থা বেগতিক দেখে ওই ব্যক্তি পালিয়ে যান।
নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এরপরই নাবালিকার পরিবারের তরফে পাটুলি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও ওই অভিযুক্তর খোঁজ পাওয়া যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ চলছে।