প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাত সাড়ে ন'টা নাগাদ ঘটনাটি ঘটে কলকাতার তিলজলা এলাকায়। তিলজলা থানা এলাকার তারিখানা মোড়ের ঘটনা। মৃত যুবক মিঠুন দাসের বয়স ২৪। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বছর আঠাশের অপর যুবক, পাপ্পু রাম।
advertisement
স্থানীয়দের দাবি, মিঠুন ও পাপ্পু দু'জনকে ছাদ থেকে মদ্যপ অবস্থায় একই সঙ্গে ছাদের নিচে পড়তে দেখেন দু'জন এলাকাবাসী। ভয়াবহ ঘটনার আকস্মিকতা কাটিয়ে তড়িঘড়ি দুজনকেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যায় স্থানীয়রা। কিন্তু হাসপাতালে পৌঁছতেই মিঠুন দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে দুর্ঘটনার জেরে কোমরের গুরুতর চোট পান পাপ্পু রাম।
আরও পড়ুন : লস্করের আত্মঘাতী বোমা অস্ত্র তৈরির ফাঁসির বিচার, শুনানি শুরু কলকাতা হাই কোর্টে
যদিও মৃত যুবক মিঠুন দাসের পরিবারের তরফ থেকে তাঁর মায়ের অভিযোগ, পাপ্পু রাম পাঁচতলা বাড়ির ছাদ থেকে ঠেলে দেওয়াতেই পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ছেলের। পরে ভারসাম্য না সামলাতে পেরে নিজেও পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছে পাপ্পু রাম। ঘটনার তদন্তে নেমেছে তিলজলা থানার পুলিশ। ঠিক কী কারণে এমন হাড়হিম করা দুর্ঘটনা ঘটেছে তার উত্তর খোঁজার চেষ্টা করছে তারা।
সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়
