TRENDING:

Kolkata News || Hookah Bar Case: সিগারেট খাওয়ার অনুমোদন থাকলে, হুক্কাতে বাধা কোথায়? বিস্ফোরক বিচারপতি মান্থা!

Last Updated:

Kolkata News || Hookah Bar Case: বিচারপতি মান্থার নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় আইনে এই সুবিধা দেওয়া আছে। এর পরও যদি হুক্কা বার বন্ধ করতে হয়, তবে রাজ্য বা পুরসভাকে নতুন আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে। তার আগে পর্যন্ত হুক্কা বারগুলির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে বন্ধ হচ্ছে না হুক্কা বার। আইন মেনেই চলছে কলকাতা এবং বিধাননগর এলাকার হুক্কাবারগুলি। তাই কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, "রাজ্যে হুক্কাবার বন্ধের কোনও রুল নেই। রাজ্যকে বন্ধ করতে হলে নতুন করে আইনের সংশোধন করতে হবে। তাই কলকাতা বা বিধাননগর এলাকায় হুক্কা বার বন্ধ করা যাবে না। এর থেকে কেন্দ্র ও রাজ্য প্রচুর রেভিন্যু আয় করে।"
বন্ধ হচ্ছে না হুক্কা বার
বন্ধ হচ্ছে না হুক্কা বার
advertisement

আরও পড়ুন: ঠোঁটে কী রঙ লাগাবেন? চোখের সাজে কোন বদল? কোন তারে বাধা হবে মেক-আপের সংজ্ঞা! জেনে নিন খুঁটিনাটি!

বিচারপতি মান্থার নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় আইনে এই সুবিধা দেওয়া আছে। এর পরও যদি হুক্কা বার বন্ধ করতে হয়, তবে রাজ্য বা পুরসভাকে নতুন আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে। তার আগে পর্যন্ত হুক্কা বারগুলির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না।

advertisement

বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য, "যদি সিগারেট খাওয়ার অনুমোদন থাকে। তাহলে হুক্কাতে তো নিকোটিন আর হারবাল আছে তাতে বাধা কোথায়? পুলিশ কমিশনারের রিপোর্ট সম্পূর্ণ ভেক।' অন্যদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, 'এটা ২০০৩ এর আইনের পরিপন্থী।'

মামলাকারীর আইনজীবী জয়দীপ কর বলেন, 'সুপ্রিমকোর্টের নির্দেশ আছে। আমরা সম্পূর্ণ আইন মেনেই হুক্কা বার চালাই। এর আগে মুম্বই, চেন্নাই ও আমেদাবাদে হুক্কা বার বন্ধের নির্দেশ জারি হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে সেই নির্দেশ খারিজ হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: 'একজন বাবা হিসেবে আমি...' হুক্কা বার নিয়ে আদালতের নির্দেশে যা বললেন ফিরহাদ হাকিম

এই মামলার শুনানিতে বিচারপতি মান্থা আরও বলেন, "একজন মেয়রের কথার ভিত্তিতে হুক্কা বার বন্ধ করা যায় না। পুলিশ যদি কোনও নারকোটিক ব্যবহারের কোনও কিছু পায় তাহলে সেই রেস্তোরা বন্ধ করতে পারে। সাধারণ এলাকায় স্মোকিং জোন করা যাবে না। রেস্তোরাগুলিতে স্মোকিং জোন থাকা দরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বিধাননগর পুলিশ কমিশনার রিপোর্টে জানায়, 'হুক্কা বারের কোনও ট্রেড লাইসেন্স দেয়নি পুলিশ।বিচারপতি মন্তব্য, 'হুক্কা বারের জন্য ট্রেড লাইসেন্স দরকার হয় না। যারা খাবে তাদের বিষয়। এতে রাজ্যের আয় হবে।'

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News || Hookah Bar Case: সিগারেট খাওয়ার অনুমোদন থাকলে, হুক্কাতে বাধা কোথায়? বিস্ফোরক বিচারপতি মান্থা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল