কলকাতা: প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে প্রনোজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হল রবিবার। এদিন ভোরবেলা মাত্র ৩১ বছর বয়সে চলে গেলেন প্রনোজিৎ। চার বছর আগে মাথায় টিউমার ধরা পরেছিল তাঁর। নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা চলছিল। এরপর অনেকটা সুস্থও হয়ে উঠেছিলেন তিনি।
advertisement
কিন্তু গত কয়েক মাস ধরে আবার শরীর খারাপ হয়। ফুসফুসে সংক্রমণ হয়েছিল। রবিবার ভোরে প্রয়াত হন তিনি। প্রনোজিতের আজই ছিল জন্মদিন। সেই জন্মদিনেই মৃত্যু হল তাঁর।
advertisement
বাড়ির ছোট ছেলের এই অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের পরিবারে। প্রসঙ্গত, প্রশান্ত খেলেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ে। অধিনায়কত্বও করেছেন। ১৯৮৪ এশিয়ান কাপও খেলেছিলেন প্রশান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 9:03 PM IST
