Nicolas Maduro: 'যা চাই, তা না পেলে আবার হামলা', ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর! আসলে কী চায় আমেরিকা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nicolas Maduro: হেগসেথ সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনও ওই অঞ্চলে রয়েছে এবং তারা যা চায়, তা না পেলে ভেনেজুয়েলায় আরও একবার হামলা চালানো হতে পারে।
নিউইয়র্ক: ভেনেজুয়েলায় আবার হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, আমেরিকা ভেনেজুয়েলা থেকে যা চায়, তা না পেলে আবার হামলা চালানো হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেছেন, ভেনেজুয়েলার পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর।
advertisement
হেগসেথ সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনও ওই অঞ্চলে রয়েছে এবং তারা যা চায়, তা না পেলে ভেনেজুয়েলায় আরও একবার হামলা চালানো হতে পারে। মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজে।
advertisement
advertisement
মূলত ডেলসি রদ্রিগেজের ওপর চাপ সৃষ্টি করছে আমেরিকা। তবে ডেলসি বলেছেন, তিনি এখনও মনে করেন মাদুরো ভেনেজুয়েলার বৈধ নেতা এবং আমেরিকার কাছে তাঁরা নতি স্বীকার করবেন না।
এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে তাঁদের গ্রেফতারের নিন্দাও করেছে মস্কো। রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী বর্তমানে আমেরিকায় আছেন—এমন নিশ্চিত খবরের প্রেক্ষাপটে আমরা আমেরিকার নেতৃত্বকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানাই। একটি সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে মুক্তি দেওয়ার জন্য জোরালো আহ্বান জানাই।’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 8:45 PM IST








