TRENDING:

Kolkata News: 'নিরাপত্তার আশ্বাস' দিয়ে তরুণীর শ্লীলতাহানি! শহরে গুরুতর অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে...

Last Updated:

Kolkata News: ধৃত ASI-এর নাম সন্দীপ কুমার পাল। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি বিধাননগর ট্রাফিক গার্ডের এ এস আই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুলিসের হাতেই নিগ্রহ! তরুণীর শ্লীলতাহানির অভিযোগে পুলিশের জালে (Kolkata News) এবার খোদ পুলিশকর্মী। ধৃতদের মধ্যে একজন ASI এবং অপরজন এক সিভিক ভলান্টিয়ার। ধৃত ASI-এর নাম সন্দীপ কুমার পাল। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি বিধাননগর ট্রাফিক গার্ডের এ এস আই। গ্রেফতারির পাশাপাশি তাকে সাসপেন্ডও করা হয়েছে। অপরদিকে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম অভিষেক মালাকার। শ্লীলতাহানির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তের পর তাকেও বরখাস্ত করা হয়েছে।
কলকাতায় শ্লীলতাহানি : অভিযুক্ত ট্রাফিক পুলিশ
কলকাতায় শ্লীলতাহানি : অভিযুক্ত ট্রাফিক পুলিশ
advertisement

আরও পড়ুন: ২০ বছর ধরে পাবেন বিনামূল্যে বিদ্যুৎ! সরকারি এই প্রকল্পে শুধু করতে হবে একটিমাত্র কাজ...

জানা গিয়েছে, শনিবার রাত ১১টা-সাড়ে ১১টা নাগাদ সল্টলেক  (Kolkata News) করুণাময়ী বাসস্ট্যান্ডে এসে নামেন আসানসোলের বাসিন্দা ২৫ বছরের ওই তরুণী। এরপর তাঁর সঙ্গী-সাথীরা অ্যাপ ক্যাব বুক করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে বেরিয়ে যায়। কিন্তু গাড়ি না পেয়ে ওই বাসস্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকেন নিগৃহীতা তরুণী।

advertisement

গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন ওই তরুণী। রাত তখন প্রায় ১টা, দীর্ঘক্ষণ করুণাময়ী বাসস্ট্যান্ডে  (Kolkata News) অপেক্ষা করার পর ওই তরুণী দেখতে পান পুলিসের ২টি বাইক। দুটি বাইকের মধ্যে প্রথম বাইকে ছিলেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকার। আর দ্বিতীয় বাইকে ছিল অভিযুক্ত ASI সন্দীপ কুমার পাল। তাঁদের দেখেই লিফট চান সেই মহিলা। আর এরপরেই বিপত্তি। বাইকে লিফট দেওয়ার নামে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, গন্তব্যে না পৌঁছে বিভিন্ন রাস্তায় ঘোরানো হয় তাঁকে।

advertisement

আরও পড়ুন: ওজন কমায়-বাড়তে দেয় না বয়স! শীতের সুপারহিট 'সর্বরোগহরা' ফুলকপি, জেনে নিন এর গুণের বহর...

এর পর কোনওক্রমে রুবির মোড় (Rubi More) পৌঁছন ওই মহিলা। বন্ধুকে ডাকেন এবং ট্রাফিক পুলিশের (Traffice Police) সাহায্য নিয়ে কসবা থানার দ্বারস্থ হন দু-জন। বছর ২৫-এর ওই তরুণীর অভিযোগ শোনা মাত্রই তড়িঘড়ি ব্যবস্থা নেয় কসবা থানার পুলিশ। অভিযোগকারিনী এবং তাঁর বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর বিধাননগর নর্থ থানায় (Bidhannagar North Police Station) অভিযোগ দায়ের করেন মহিলা।

advertisement

পুলিশ সূত্রে খবর বিধাননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগের এএসআই (Bidhannagar Traffic ASI) অভিযুক্ত সন্দীপ কুমার পাল। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকেও। ইতিমধ্যেই দু-জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নং ধারায় মামলা রুজু হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনুপ চক্রবর্তী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: 'নিরাপত্তার আশ্বাস' দিয়ে তরুণীর শ্লীলতাহানি! শহরে গুরুতর অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল