Cauliflower Health Benefits: ওজন কমায়-বাড়তে দেয় না বয়স! শীতের সুপারহিট 'সর্বরোগহরা' ফুলকপি, জেনে নিন এর গুণের বহর...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cauliflower Health Benefits: ফুলকপিতে (Cauliflower Health Tips) এমন কিছু উপাদান আছে যা ক্যান্সারের মত দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement
advertisement
রক্তচাপ নিয়ন্ত্রণ করে শীতের সুস্বাদু সবজি ফুলকপির আরও একটি অন্যতম গুণের একটি হল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। যারা ডায়াবেটিস ও উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগে থাকেন, তারা ফুলকপি খাবারের তালিকায় রাখতে দ্বিধা করবেন না। বানিয়ে ফেলতে পারেন ফুলকপির আলু দিয়ে ঝোল অথবা রেস্তোরার মত রোস্ট। ফুলকপির পকোড়া বা বড়াও কিন্তু দারুণ লোভনীয় হতে পারে শীত সন্ধ্যার আড্ডায়।
advertisement
advertisement
ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হয়। ফুলকপিতে প্রচুর ভিটামিন-সি থাকে। এছাড়াও এতে শরীরের জন্য উপকারী ভিটামিন কে, ভিটামিন বি৬, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফাইবার, পটাসিয়াম ও ম্যাঙ্গানিজ পাওয়া রয়েছে। সবমিলিয়ে শরীর সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য সঠিক পরিমাণে যে পুষ্টির প্রয়োজন তার অনেকটাই যোগান দিতে পারে এই সবজি।
advertisement
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ফুলকপিতে থাকা ভিটামিন-বি মস্তিষ্কের ডেভলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা কলিন মস্তিষ্কের কগনিটিভ প্রক্রিয়ায় এতে থাকা কলিন মস্তিষ্কের কগনিটিভ প্রক্রিয়ায় সাহায্য করে। এতে স্মৃতিশক্তি বাড়ে ও দ্রুত শিখতে সাহায্য করে। তাই শিশুদের বেশি পরিমানে এই সবজি খাওয়াতে পারেন।