ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকায়। মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অসুস্থ বৃদ্ধার অভিযোগে বৃহস্পতিবার ভবানীপুর থানায় ৫ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এলগ্রিণ রোড, ৪ বি আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা অনুপমা চৌধুরীর অভিযোগ, কালীপুজোর দিন রাত ১:৩০ টা নাগাদ পাড়ার কিছু ছেলে বাজি ফাটাচ্ছিল৷ তাদের বার বার বারণ করা হলেও কর্ণপাত করেনি। বরং অসুস্থ বৃদ্ধার অভিযোগ, তাঁকে ও তাঁর ভাইকে মারধর করা হয়েছে।
advertisement
ঘটনায় ২১ তারিখ রাতেই ভবানীপুর থানায় অভিযোগ জানানো হয়েছিল ওই বৃদ্ধার তরফে৷ আজ, বৃহস্পতিবার আবার থানায় পৌঁছন বৃদ্ধা। এফআইআর করা হয়েছে ৫ জনের নামে। প্রসঙ্গত, কালীপুজোর রাতে কলকাতা শহর-সহ একাধিক জায়গায় প্রচুর পরিমাণে শব্দবাজি ফাটে। কোথাও কোথাও বাজির শব্দে টেকাই দায় হয়ে পডেছিল। সেই সময়ই মাঝরাত পর্যন্ত বাজি ফাটায় থাকতে না পেরে প্রতিবাদ করতে গিয়েই বৃদ্ধার চরম হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ।