TRENDING:

দীপাবলিতে বায়ু দূষণে রেকর্ড পতন কলকাতায়! মঙ্গলেও শহরের আকাশ সবুজ...

Last Updated:

Kolkata News: কালীপুজোর দিন ছিল সিত্রাংয়ের আশীর্বাদ। আর পরের দিন হল মানুষের সচেতনতার প্রকাশ৷ যা বিগত কয়েক বছরের ইতিহাসে বায়ু দূষণ কম করল কলকাতায়। নিয়ন্ত্রিত বায়ু দূষণ, রিপোর্ট National Air Quality Index এর মিটারে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীর্ঘ দিন পরে কালীপুজোর পরের দিন রাতে শহরে বায়ু দূষণের মাত্রা নেই বললেই চলে৷ দীর্ঘদিন পরে এমন দূষণ মুক্ত আবহাওয়া পেয়ে খুশি পরিবেশবিদরা। বিগত কয়েক বছরে রাত ১০'টা বাজলেই দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে চিন্তায় থাকেন বয়স্ক ও শিশুদের অভিভাবকরা৷ এবারে অন্তত সেই অবস্থা থেকে মুক্তি মিলেছে বলে দাবি তাদের। পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন, 'বিগত কয়েক বছরের ইতিহাসে এমন আবহাওয়া আমরা দেখিনি৷ শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রিত না থাকলেও, বায়ু দূষণের মাত্রা একেবারেই ছিল নিয়ন্ত্রিত। এতে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকল।"
দীপাবলিতে বাতাসে দূষণ নিয়ন্ত্রণে
দীপাবলিতে বাতাসে দূষণ নিয়ন্ত্রণে
advertisement

তাঁর মতে, "কালীপুজোর দিন ছিল সিত্রাংয়ের আশীর্বাদ। আর পরের দিন হল মানুষের সচেতনতার প্রকাশ৷ যা বিগত কয়েক বছরের ইতিহাসে বায়ু দূষণ কম করল কলকাতায়। বাতাসে ভাসমান সূক্ষ্ম ও বড় ধূলিকণা অনেক কম। দূষণের মাত্রা গত বারের তুলনায় কম প্রায় ৪০%। বৃষ্টির কারণে কলকাতায় কমল বায়ু দূষণের মাত্রা।

আরও পড়ুন : ৩ দিন আমিষ, ৪ দিন নিরামিষ! 'হেভিওয়েট' অনুব্রতর জেলে ওজন কমল কত? শুনে তাজ্জব সবাই

advertisement

চলতি বছরে রাত ১০'টায় ফোর্ট উইলিয়ামের মাপ বলছে দূ্ষণের মাত্রা ৩৭ এমজি। যা গতবার ছিল ১৯৪ এমজি। বিধাননগর অঞ্চলে গতবার বায়ু দূষণের মাত্রা ছিল ২২৯ এমজি। এবার সেই মাত্রা হয়েছে ৪১ এমজি। বালিগঞ্জে কালীপুজোর রাতে দূষিত ধূলিকণার মাত্রা ছিল ৫২ এমজি। যা গতবার ছিল ১৯০ এমজি। অর্থাৎ গড়ে বাতাসে দূষণের মাত্রা গতবারের চেয়ে প্রায় ৬০% কম ছিল। আর এতেই খুশি পরিবেশবিদরা৷

advertisement

আরও পড়ুন : ভাইফোঁটায় চাই চটজলদি স্পেশ্যাল মেনু, এখনই যোগাযোগ করুন পঞ্চায়েত দফতরে!

কালীপুজোর পরের দিন, শহরের সাত কেন্দ্রের রাত ৯'টা থেকে রাত ১১'টা অবধি পাওয়া রিপোর্ট বলছে, বিধাননগর - রাত ৯'টা ৪১রাত ১০'টা ৪১রাত ১১'টা ৪১ (মাইক্রোগ্রাম)

বালিগঞ্জ -রাত ৯'টা - ৫২রাত ১০'টা - ৫২রাত ১১'টা - ৫২ (মাইক্রোগ্রাম)

advertisement

যাদবপুর -রাত ৯'টা - ৪৬রাত ১০'টা - ৪৬রাত ১১'টা - ৪৬ (মাইক্রোগ্রাম)

রবীন্দ্র সরোবর -রাত ৯'টা - ৪২রাত ১০'টা - ৪২রাত ১১'টা - ৪২ (মাইক্রোগ্রাম)

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় -রাত ৯'টা - ৫৭রাত ১০'টা - ৬১রাত ১১'টা - ৭৩ (মাইক্রোগ্রাম)

ফোর্ট উইলিয়াম -রাত ৯'টা - ৩৫রাত ১০'টা - ৩৭রাত ১১'টা - ৩৭ (মাইক্রোগ্রাম)

advertisement

ভিক্টোরিয়া রাত ৯'টা - ৫৪রাত ১০'টা - ৪৮রাত ১১'টা - ৪৪ (মাইক্রোগ্রাম)

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে বায়ু দূষণ কমলেও, কমেনি শব্দ দূষণের দাপট।

বাংলা খবর/ খবর/কলকাতা/
দীপাবলিতে বায়ু দূষণে রেকর্ড পতন কলকাতায়! মঙ্গলেও শহরের আকাশ সবুজ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল