৩ দিন আমিষ, ৪ দিন নিরামিষ! 'হেভিওয়েট' অনুব্রতর জেলে ওজন কমল কত? শুনে তাজ্জব সবাই

Last Updated:

প্রায় দু-মাস জেলজীবন। দুর্গাপুজো কেটে গিয়েছে জেলের অন্দরে। কালীপুজোও কাটছে জেলের মধ্যেই। কেমন আছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল
Representative Image
অনুব্রত মণ্ডল Representative Image
#বোলপুর : প্রায় দু-মাস জেলজীবন। দুর্গাপুজো কেটে গিয়েছে জেলের অন্দরে। কালীপুজোও কাটছে জেলের মধ্যেই। কেমন আছেন বীরভূমের দাপুটে নেতা গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল। স্বাস্থ্য পরীক্ষার পরে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের ওজন কমেছে চোখে পড়ার মতোই। এক দু-কেজি নয়, সূত্রের খবর জেলজীবনে অনুব্রত মণ্ডলের এ যাবৎ ওজন কমেছে ৯ কেজি।
৩ দিন আমিষ, ৪ দিন নিরামিষ রুটিনেও ২ মাসে বিশাল অংকের ওজন কমল গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের। মঙ্গলবারই আসানসোল হাসপাতালে স্বাস্থ্য় পরীক্ষা করা হয়েছিল অনুব্রতর। সেখানে দেখা যায় প্রায় ৯ কেজি ওজন কমে গিয়েছে কেষ্ট মণ্ডলের।
সূত্রের খবর, ৬০ দিনে প্রায় ৯ কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের। আগে তার ওজন ছিল ১১০ কেজি। বর্তমানে সেই ওজন কমে দাঁড়িয়েছে ১০১ কেজি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি যে ওষুধগুলি খান সেগুলিই চলবে। 'রোগা' হওয়ার জন্য বিশেষ কোনও রুটিন বদলও তাঁর হচ্ছে না বলেই খবর।
advertisement
advertisement
এদিকে হেভিওয়েট নেতার ওজন হ্রাস নিয়ে ইতিমধ্য়েই জোর চর্চা শুরু হয়েছে। শুধু যে শারীরিক দিক থেকে অনুব্রতর ওজন কমেছে তা নয়, বাংলার রাজনীতিতেও কি অনুব্রতর ওজন কিছুটা কমছে? প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। তবে বর্তমানে তিনি এখনও দলের জেলা সভাপতির চেয়ারেই আসীন রয়েছেন। কিন্তু কিছু ক্ষেত্রে তাঁর দায়িত্ব কমিয়েছে দল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
৩ দিন আমিষ, ৪ দিন নিরামিষ! 'হেভিওয়েট' অনুব্রতর জেলে ওজন কমল কত? শুনে তাজ্জব সবাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement