ভাইফোঁটায় চাই চটজলদি স্পেশ্যাল মেনু, এখনই যোগাযোগ করুন পঞ্চায়েত দফতরে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bhaiphota 2022: দিদি-বোনেদের জন্য বিশেষ ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দফতর। আগামিকাল ও শুক্রবার দু'দিন লাঞ্চ ও ডিনারে মিলবে এই স্পেশাল থালি।
#কলকাতা: হাজারো ব্যস্ততায় ভাইফোঁটার রান্না করতে পারছেন না। অনেকেই আবার আছেন, ভাইফোঁটায় শুধুই আড্ডা দেবেন। তাই রান্না করে সময় নষ্ট করবেন না৷ যদিও ভাইফোঁটার বিশেষ দিনে দাদা বা ভাইকে স্পেশাল মেনু খাওয়াতে চাইবেন সকলেই৷ সেই কারণেই দিদি-বোনেদের জন্য বিশেষ ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দফতর।
কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট করপোরেশন ভাইফোঁটা স্পেশাল মেনু নিয়ে আসল। আগামিকাল ও শুক্রবার দু'দিন লাঞ্চ ও ডিনারে মিলবে এই স্পেশাল থালি। আজ ও কাল ভাইফোঁটা থালিতে যা পাওয়া যাচ্ছে তা হল বাসমতী চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফিস বাটার ফ্রাই (১ পিস) , বাসন্তী পোলাও, মাছের পুর দিয়ে পটল এর দোর্মা (২ পিস), চাটনি ও দু'পিস করে মিষ্টি। এই গোটা থালি মিলবে ৩২৫ টাকায়৷
advertisement
advertisement
এর পাশাপাশি বিশেষ কিছু মেনু আছে যা আপনারা নিতে পারেন। যেমন ইলিশ মাছের পাতুরি, এক পিসের দাম পড়বে ১৮০ টাকা, মাটন কষা, চার পিসের দাম পড়বে ২০০ টাকা, দেশি মুরগী কষা, চার পিসের দাম ১৫০ টাকা৷ দু'পিস গলদা চিংড়ির মালাইকারি, দাম পড়বে ১৫০ টাকা ও এক পিস ভেটকি পাতুরী যার দাম ১১০ টাকা।
advertisement

শুধু তাই নয়, আজ ও আগামিকাল ডিনারের মেনুও দারুণ রয়েছে৷ যেখানে চিকেন বিরিয়ানি আছে, এক পিস ডিম, এক পিস আলু সহ। এছাড়া মিলবে এক পিস চিকেন চাপ মাত্র ২৫০ টাকায়।যে ভাবে অর্ডার দেওয়া যাবে তা হল, ৯৭৩৪৩৯৯৯১৫,৮২৪০৬২২৩৪৬ ও ৯৪৩২২০৭১৩১ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ মারফত দেওয়া যাবে। শহর কলকাতা ও কলকাতা সন্নিহিত জায়গায় এই খাবার মিলবে।
advertisement
প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়, পঞ্চায়েত দফতরের এই সংস্থা প্রায় ১৮ লাখ টাকার খাবার বিক্রি করেছে। সংস্থা সূত্রে খবর, মানুষের কাছে ভীষণ রকম চাহিদা হয়েছে সংস্থার। আর বিশেষ করে যেহেতু এই খাবার বিক্রি হয় স্বেচ্ছাসেবী সংস্থার মারফত। এছাড়া যে সব সবজি মারফত এই রান্না করা হয়, তা স্বাস্থ্যকর, ফলে যে কোনও উৎসবে চাহিদা বাড়ছে খাবারের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2022 9:13 AM IST