TRENDING:

Kolkata New Advertisement Rules: কলকাতার দৃশ্যদূষণ ঠেকাতে শীঘ্রই বিজ্ঞাপন-নীতি আনতে চলেছে পুরসভা

Last Updated:

রাজনৈতিক হোর্ডিংয়েও কড়া পুরসভা। নির্দিষ্টকর্মসূচি শেষ হওয়ার তিনদিনের মধ্যে সব রাজনৈতিক দলকে তাদের হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স সরিয়ে ফেলতে হবে। না খুলে ফেললে পুরসভার তরফে তা খুলে ফেলা হবে। খোলার খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  কবির কথায়, 'একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ,ভাবি আমার মুখ দেখাব, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে'। কলকাতার মুখ দেখা যায় না। আকাশ তো দূর! চোখ আটকে দেয় বড় বড় হোর্ডিং।  এই সমস্যার মোকাবিলায় এবার কড়া নিয়ম আনছে কলকাতা পুরসভা (Kolkata New Advertisement Rules)। এবার কী দৃশ্যদূষণ ঠেকানো যাবে কল্লোলিনী তিলোত্তমায়? 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’-র দিন কী বদলে দেওয়া যাবে? আপাতত মরিয়া চেষ্টায় কলকাতা পুরসভা।
advertisement

দ্বিতীয় বারের জন্য কলকাতা পুরসভার মেয়র পদে বসে ফিরহাদ হাকিমের (Firhad Hakim)  কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ এটাই। কলকাতার দৃশ্যদূষণ ঠেকাতে শীঘ্রই বিজ্ঞাপন-নীতি আনতে চলেছে পুরসভা। রাজনৈতিক হোর্ডিংয়েও কড়া পুরসভা। নির্দিষ্টকর্মসূচি শেষ হওয়ার তিনদিনের মধ্যে সব রাজনৈতিক দলকে তাদের হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স সরিয়ে ফেলতে হবে। না খুলে ফেললে পুরসভার তরফে তা খুলে ফেলা হবে। খোলার খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে, জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Kolkata New Advertisement Rules)।

advertisement

রও পড়ুন: ২০২৪-এর মধ্যে বিরাট লক্ষ্য সরকারের! ঘোষণা রাজ্য বাজেটে, বহু মানুষ হবেন উপকৃত

ব্যাঙের ছাতার মতো শহরের  যত্রতত্র হোডিংয়ে দৃশ্য দূষণ ঠেকাতেই এই পদক্ষেপ।সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, '' কলকাতার দৃশ্য দূষণ আটকাতে নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক ব্যানার সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া''।  সিপিআইএম নেতা দৃশ্য দূষণ ঠেকাতে পুরসভার পদক্ষেপ প্রসঙ্গে সিদ্ধান্তকে স্বাগত জানালেও মেয়রকে খোঁচা দিতেও ছাড়েননি। সুজনবাবুর বক্তব্য, '' সত্যিই শহরজুড়ে যেভাবে বিজ্ঞাপনী হোডিং ও অন্যান্য হোডিং, ফ্লেক্সের সংখ্যা বেড়েই চলেছে তাতে তিলোত্তমার আজ মুখই দেখা যায় না। নানান বিজ্ঞাপনী হোডিং-এর পাশাপাশি রাজনৈতিক হোডিং তো শুধু দিদি আর দাদার ( মোদী ও মমতা) ই রয়েছে।'' সুজন চক্রবর্তীর প্রশ্ন, '' ফিরহাদ হাকিম পারবেন তো সেই অনুপ্রেরণাময় দিদির দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? শুধু রাজনৈতিক হোর্ডিং নয়, এবার অন্য বিজ্ঞাপনের মুখোশও সরাবে কলকাতা।''

advertisement

আরও পড়ুন: রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর! এ বারে স্বাস্থ‍্যসাথীতে মিলবে আরও বহু সুবিধা, নয়া নির্দেশ জারি...

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শহরের দৃশ্য দূষণ আটকাতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুরসভা। পুরোনো বাড়িতে হোর্ডিং নয়, দৃশ্য দূষণ কমাতে ডিজিটাল বিজ্ঞাপনে জোর দেওয়া হবে বলেও জানান মেয়র। বেআইনি হোর্ডিংয়ের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে চলেছে পুরসভা। পাশাপাশি আলিপুর ও ভিক্টোরিয়া এলাকাকে 'হোর্ডিং-ফ্রি' জোন করার ভাবনা কলকাতা পুরসভার। কোন রাস্তায়, কতগুলি বিজ্ঞাপন থাকবে, ঠিক করবে পুরসভা। নজর রাখা হবে নিয়ম মেনে বিজ্ঞাপন লাগানো হচ্ছে কি না।  ঝুলতে থাকা ছেঁড়া-ফাটা হোর্ডিং, একটার ওপর একটা উঠে যাওয়া ফ্লেক্স সরিয়ে সুন্দরী হবে শহর। নিয়ম মানা বিজ্ঞাপনে,  কমবে দৃশ্য দূষণ, এমনটাই আশ্বাস খোদ মেয়র ফিরহাদ হাকিমের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata New Advertisement Rules: কলকাতার দৃশ্যদূষণ ঠেকাতে শীঘ্রই বিজ্ঞাপন-নীতি আনতে চলেছে পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল