ভবানীপুর বিধানসভার কেন্দ্রের মধ্যে থাকা একটি ওয়ার্ড যা মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ড যেখানে প্রার্থী বদল করা হয়েছে। ফলে আজ ভোটের দিন দিনভর নজরে থাকল ভবানীপুরে। ভবানীপুর উপনির্বাচনে ৬৩ নম্বর ওয়ার্ড যেখানে বহুতল ও হিন্দিভাষী ভোটারের সংখ্যা বেশি সেখানে তৃণমূলের লিড আছে ২২৪৬ ভোটে। ভবানীপুর বিধানসভা ভোটে লিড ছিল তৃণমূলের ৪১৩ ভোটে। ভবানীপুরে নজরকাড়া ওয়ার্ড ৭০। যে ওয়ার্ডকে বলা হয় 'মিনি গুজরাত'। সেখানে উপনির্বাচনে তৃণমূল এগিয়ে ১৭২৪ ভোটে। যদিও বিধানসভা ভোটে সেখানে তৃণমূল পিছিয়ে ছিল ২০৯২ ভোটে।
advertisement
আরও পড়ুন: উৎসবের মেজাজে নির্বাচন, ভোট দিয়ে বললেন মমতা, পুলিশকে দিলেন দরাজ সার্টিফিকেট...
৭১ নম্বর ওয়ার্ড সেখানে উপনির্বাচনে এগিয়ে তৃণমূল ৫৯৮৩ ভোটে। বিধানসভা ভোটে সেখানে এগিয়ে ছিল তৃণমূল ১৯৬৫ ভোটে। ৭২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল ৩৪৭৫ ভোটে। বিধানসভা ভোটে এখানে এগিয়ে ছিল তৃণমূল মাত্র ৩৩৯ ভোটে। ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ৫৮২৮ ভোটে। বিধানসভা ভোটে সেখানে এগিয়ে ছিল ১৮৩১ ভোটে। ৭৪ নম্বর ওয়ার্ড যেখানে বহুতলের সংখ্যা প্রচুর। সেখানেও উপনির্বাচনে তৃণমূল এগিয়ে ৪৮১০ ভোটে। যদিও এই ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল ৫৩৭ ভোটে।৭৭ নম্বর ওয়ার্ড যা সংখ্যালঘু ভোট সবচেয়ে বেশি সেখানে তৃণমূল এগিয়ে যায় ২১৬৭৫ ভোটে। বিধানসভা ভোটে সেখানে লিড ছিল ২১৩৭৯ ভোটে।
আর পড়ুন; তৃণমূলের কেউ অশান্তিতে জড়ালে কড়া পদক্ষেপ, আশ্বাস দিলেন অভিষেক
এই বিধানসভা কেন্দ্রেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড ৮২ রয়েছে। যেখানে তৃণমূল এগিয়ে ১২৫৫৮ ভোটে। বিধানসভা ভোটে তৃণমূল এগিয়ে ছিল ৫২০৯ ভোটে। সব মিলিয়ে তৃণমূল উপনির্বাচনে এগিয়ে ৫৮৮৩৫ ভোটে। যা বিধানসভা ভোটে তৃণমূলের লিড ছিল ২৮৭১৯ ভোটের। ফলে প্রায় ৩০ হাজার ভোটের লিড রয়েছে এই বিধানসভায়।
ABIR GHOSHAL