TRENDING:

KMC Election 2021| Bhowanipore|| কলকাতা পুরসভা নির্বাচনে দিনভর নজরে ভবানীপুর বিধানসভা, কেন জানেন?

Last Updated:

Kolkata Municipal Election 2021, Bhowanipore constituency: কলকাতা পুরসভার ভোটকে বলা হয় 'মিনি ইন্ডিয়ার ভোট'। আর তার মধ্যে ভবানীপুর হল এমন একটি বিধানসভা কেন্দ্র। যার ৮ ওয়ার্ডে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভবানীপুর উপনির্বাচনের মাধ্যমেই কলকাতা পুরসভার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডে যে সংখ্যক প্রাপ্ত ভোট ছিল তা বেড়েছে। কলকাতা পুরসভার ভোটকে বলা হয় 'মিনি ইন্ডিয়ার ভোট'। আর তার মধ্যে ভবানীপুর হল এমন একটি বিধানসভা কেন্দ্র। যার ৮ ওয়ার্ডে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ। ফলে দেশের মানুষের কাছে ভবানীপুর বিধানসভার আট ওয়ার্ডের ফলাফল নজরে রাখার মতই। একই সাথে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ি।
ভবানীপুর বিধানসভায় ভোটদান চলছে।
ভবানীপুর বিধানসভায় ভোটদান চলছে।
advertisement

ভবানীপুর বিধানসভার কেন্দ্রের মধ্যে থাকা একটি ওয়ার্ড যা মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ড যেখানে প্রার্থী বদল করা হয়েছে। ফলে আজ ভোটের দিন দিনভর নজরে থাকল ভবানীপুরে। ভবানীপুর উপনির্বাচনে ৬৩ নম্বর ওয়ার্ড যেখানে বহুতল ও হিন্দিভাষী ভোটারের সংখ্যা বেশি সেখানে তৃণমূলের লিড আছে ২২৪৬ ভোটে। ভবানীপুর বিধানসভা ভোটে লিড ছিল তৃণমূলের ৪১৩ ভোটে। ভবানীপুরে নজরকাড়া ওয়ার্ড ৭০। যে ওয়ার্ডকে বলা হয় 'মিনি গুজরাত'। সেখানে উপনির্বাচনে তৃণমূল এগিয়ে ১৭২৪ ভোটে। যদিও বিধানসভা ভোটে সেখানে তৃণমূল পিছিয়ে ছিল ২০৯২ ভোটে।

advertisement

আরও পড়ুন: উৎসবের মেজাজে নির্বাচন, ভোট দিয়ে বললেন মমতা, পুলিশকে দিলেন দরাজ সার্টিফিকেট...

৭১ নম্বর ওয়ার্ড সেখানে উপনির্বাচনে এগিয়ে তৃণমূল ৫৯৮৩ ভোটে। বিধানসভা ভোটে সেখানে এগিয়ে ছিল তৃণমূল ১৯৬৫ ভোটে। ৭২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল ৩৪৭৫ ভোটে। বিধানসভা ভোটে এখানে এগিয়ে ছিল তৃণমূল মাত্র ৩৩৯ ভোটে। ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ৫৮২৮ ভোটে। বিধানসভা ভোটে সেখানে এগিয়ে ছিল ১৮৩১ ভোটে। ৭৪ নম্বর ওয়ার্ড যেখানে বহুতলের সংখ্যা প্রচুর। সেখানেও উপনির্বাচনে তৃণমূল এগিয়ে ৪৮১০ ভোটে। যদিও এই ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল ৫৩৭ ভোটে।৭৭ নম্বর ওয়ার্ড যা সংখ্যালঘু ভোট সবচেয়ে বেশি সেখানে তৃণমূল এগিয়ে যায় ২১৬৭৫ ভোটে। বিধানসভা ভোটে সেখানে লিড ছিল ২১৩৭৯ ভোটে।

advertisement

আর পড়ুন; তৃণমূলের কেউ অশান্তিতে জড়ালে কড়া পদক্ষেপ, আশ্বাস দিলেন অভিষেক

এই বিধানসভা কেন্দ্রেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড ৮২ রয়েছে। যেখানে তৃণমূল এগিয়ে ১২৫৫৮ ভোটে। বিধানসভা ভোটে তৃণমূল এগিয়ে ছিল ৫২০৯ ভোটে। সব মিলিয়ে তৃণমূল উপনির্বাচনে এগিয়ে ৫৮৮৩৫ ভোটে। যা বিধানসভা ভোটে তৃণমূলের লিড ছিল ২৮৭১৯ ভোটের। ফলে প্রায় ৩০ হাজার ভোটের লিড রয়েছে এই বিধানসভায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election 2021| Bhowanipore|| কলকাতা পুরসভা নির্বাচনে দিনভর নজরে ভবানীপুর বিধানসভা, কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল