TRENDING:

Kolkata Municipality: নতুন বছরে মেলেনি বেতন, চরম বিপাকে কলকাতা পুরসভার ১৪ হাজারের বেশি ১০০ দিনের কর্মী

Last Updated:

Kolkata Municipality: বছরের শুরু থেকেই বেতনহীন কলকাতা পুরসভার কর্মীদের একাংশ। দুমাসের বেতন নেই কলকাতা পৌরসভার ১০০ দিনের কর্মীদের। দক্ষ এবং অদক্ষ মিলিয়ে প্রায় ১৪ হাজার প্রকল্পের কর্মী বিপাকে। হোলির আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ও মাইনে, আশ্বাস মেয়র পারিষদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বছরের শুরু থেকেই বেতনহীন কলকাতা পুরসভার কর্মীদের একাংশ। দু’মাসের বেতন নেই কলকাতা পৌরসভার ১০০ দিনের কর্মীদের। দক্ষ এবং অদক্ষ মিলিয়ে প্রায় ১৪ হাজার প্রকল্পের কর্মী বিপাকে। হোলির আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ও মাইনে, আশ্বাস মেয়র পরিষদের।দু’মাস বেতনহীন পুর কর্মচারীদের একাংশ। জানুয়ারি-ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ মাস। এ বছরে বেতনই পাননি কলকাতা পুরসভার ১০০ দিনের কর্মীরা। প্রায় ১৪ হাজারের বেশি একশ দিনের প্রকল্প কর্মী।
এ বছরে(২০২৫ সালে) বেতনই পাননি কলকাতা পুরসভার ১০০ দিনের কর্মীরা। প্রায় ১৪ হাজারের বেশি একশ দিনের প্রকল্প কর্মী বিপাকে। 
এ বছরে(২০২৫ সালে) বেতনই পাননি কলকাতা পুরসভার ১০০ দিনের কর্মীরা। প্রায় ১৪ হাজারের বেশি একশ দিনের প্রকল্প কর্মী বিপাকে। 
advertisement

সমাজ মাধ্যমে সেই ঘটনার কথা তুলে ধরে ফিরহাদ হাকিমকে প্রশ্ন ছুঁড়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তবে আগামী ৭ দিনের মধ্যেই বকেয়া দুই মাসের মজুরি একলপ্তে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে আশ্বাস দিয়েছেন কলকাতা কর্পোরেশনের ১০০ দিনের প্রকল্প বা শহুরে রোজগার যোজনার দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অসীম বসু। আলো ঝলমলে শহর ভাসে উৎসবে। উৎসবের এই শহরকে সুন্দর করে রাখেন ১০০ দিনের প্রকল্পের কর্মীরা। জঞ্জাল সাফাই থেকে নিকাশি বা উদ্যান পরিচর্যা থেকে স্বাস্থ্য সচেতনতা প্রচার যারা করে থাকে। বর্তমানে সেই কলকাতা পুরসভার পরিষেবার মেরুদণ্ড শহুরে রোজগার যোজনা বা ১০০ দিনের কর্মীরা গত দু’মাস পরিবার নিয়ে অন্ধকারে। দিন আনি দিন খাই পরিবারে নামমাত্র মজুরির বিনিময় যে হাড়ভাঙা পরিশ্রম করেন তাঁরা মজুরি পাননি দু-একদিন নয় দু’মাস অতিক্রান্ত। কলকাতা পুরসভা দীর্ঘদিন স্থায়ী পদে লোক নিয়োগ করেনি। জঞ্জাল সাফাই বিভাগ থেকে শুরু করে নিকাশি, উদ্যান, রাস্তা, ইঞ্জিনিয়ারিং সব বিভাগে প্রচুর শূন্যপদ। সেই স্থায়ী কর্মীদের কাজ নামমাত্র দিনমজুরির বিনিময় করেন এই প্রকল্পের কর্মীরা। এই মুহূর্তে এই প্রকল্পের কর্মীদের সংখ্যা ১৪ হাজারের ও বেশি।

advertisement

আরও পড়ুন-‘বিয়ের আগেই ‘Pregnant’! অন্য লোকের বেডরুমে গিয়ে…!’ যা করতেন এই নায়িকা, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

কাজ করেও বেতন পাচ্ছেন না কর্মীরা। কলকাতা পুরসভার এই ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিরোধী কাউন্সিলররা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ facebook পোস্ট করে মেয়রের কাছে জবাব চেয়েছেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, ১০০ দিনের কর্মীরা তৃণমূল কর্মী। তবে খারাপ লাগে আমার ওয়ার্ডে শুধু পাচ্ছেন না টাকা এমন নয় গোটা কলকাতায় পাচ্ছেন না। যে ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সেখানেও পাচ্ছেন না। নামমাত্র মজুরির বিনিময়ে পেটের তাগিদে খাটে। কিন্তু কাজ করে সময় মতো মজুরি পান না। সত্যি নিন্দা জানানোর ভাষা নেই।

advertisement

সিপিআই কাউন্সিলর কলকাতা পুরসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন মধুছন্দা দেব সংবাদ মাধ্যমকে বলেন, মাঝে মধ্যেই এই ঘটনা ঘটে। যারা এই প্রকল্পের কর্মী তারা একদম প্রান্তিক পরিবারের। স্থায়ী কর্মীর কাজ করেন নামমাত্র টাকায়। কাজ করার পর দু-একদিন নয় টানা দু’মাস টাকা পাচ্ছেন না। অবিলম্বে এই টাকা তাদের মিটিয়ে দেওয়া হোক। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত সমস্যার সমাধান হবে বলেই আশ্বাস দিয়েছেন।

advertisement

আরও পড়ুন-১ বছরে ৩০ বার দুবাইয়ে, প্রতি ট্রিপে কামিয়েছেন ১২-১৩ লাখ টাকা, কী করতেন রানিয়া রাও? জানলে পায়ের তলার মাটি সরে যাবে

১০০ দিনের প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অসীম বসু জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। হোলির আগেই দুই মাসের বকেয়া টাকাও কর্মীরা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর অর্থাৎ মার্চ মাসে নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা মজুরির টাকা পাবেন।কলকাতা পৌরসভার তথ্য অনুযায়ী ১০০ দিনের প্রকল্পের একজন দক্ষ কর্মীর একদিনের মজুরি ৪০৪ টাকা। অদক্ষ কর্মীর একদিনের মজুরি ২০২ টাকা। সুপারভাইজারের একদিনের মজুরি ৩০৩ টাকা। কলকাতা পুরসভায় বর্তমানে প্রায় ১৪৬০০ কর্মী ১০০ দিনের প্রকল্পে কাজ করেন। সব থেকে বেশি জঞ্জাল সাফাই বিভাগে কর্মরত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Municipality: নতুন বছরে মেলেনি বেতন, চরম বিপাকে কলকাতা পুরসভার ১৪ হাজারের বেশি ১০০ দিনের কর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল