TRENDING:

KMC: রুফটপ রেস্তোরাঁ নিয়ে বিরাট সিদ্ধান্ত! নবান্নে এসওপি পাঠাল কলকাতা পুরসভা

Last Updated:

তারপরে প্রথমে কলকাতা ও পরে রাজ্যজুড়ে সমস্ত পুরসভা এলাকাগুলির জন্য বহুতলের ছাদ সম্পর্কিত এসওপি চূড়ান্ত করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রুফটপ রেস্তোরাঁ নিয়ে নবান্নে এসওপি পাঠাল কলকাতা পুরসভা। বহুতলের ছাদ-রেস্তোরাঁগুলিতে নির্দিষ্ট কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। নবান্ন সেই প্রস্তাব মেনে নিতে পারে অথবা সংশোধিত প্রস্তাব দিতে পারে। তারপরে প্রথমে কলকাতা ও পরে রাজ্যজুড়ে সমস্ত পুরসভা এলাকাগুলির জন্য বহুতলের ছাদ সম্পর্কিত এসওপি চূড়ান্ত করা হবে।
কলকাতার রুফটপ রেস্তোরাঁ নিয়ে এসওপি ("স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর") নবান্নে পাঠাল কলকাতা পুরসভা। 
কলকাতার রুফটপ রেস্তোরাঁ নিয়ে এসওপি ("স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর") নবান্নে পাঠাল কলকাতা পুরসভা। 
advertisement

কলকাতা পুরসভা সূত্রে খবর, বহুতল এর অগ্নিকাণ্ডের অভিজ্ঞতা থেকে বেশ কিছু সতর্কতামূলক আগাম পদক্ষেপ করতে চাইছে কলকাতা পৌরসভা। সেইগুলিকেই এসওপি আকারে নবান্নে পাঠানো হয়েছে। কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, নবান্নে এসওপি পাঠানো হয়েছে। বিভিন্ন দফতরেরর পরামর্শ নেওয়ার পর রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পর তার কার্যকর করা হবে। পাশাপাশি বিষয়টা আদালতের বিচারাধীন। আদালতের নির্দেশ মেনেই ভবিষ্যতে পদক্ষেপ।

advertisement

প্রস্তাবিত নির্দেশিকা বা এসওপিতে কি রয়েছে?

বহুতলের ছাদ ও বেসমেন্ট কমন এরিয়া। তাই কোনও বহুতলের ছাদ ও বেসমেন্টে ব্যবসার অনুমতি নয়।

নতুন যত বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়া হবে, সেখানে বউ তালের ছাদ ও বেস্ট ফ্রেন্ড সম্পর্কিত বিধি নিষেধ উল্লেখ করা থাকবে।

বহুতলের ছাদ ঘিরে কোনও স্থায়ী বা অস্থায়ী নির্মাণ রয়েছে কি না তা নির্দিষ্ট সময় অন্তর সারপ্রাইজ ভিজিট করে দেখতে হবে।

advertisement

বহুতলে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে কিনা তাও নিয়মিত পরীক্ষা করতে হবে।

বউ তালের মূল প্রবেশপথ এবং সিঁড়ি ফাঁকা আছে কি না! দুর্ঘটনার সময় উদ্ধারকাজ করতে যেন কোনও বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না! বিকল্প সিঁড়ি থাকলে সেটাও পরিষ্কার ও ব্যবহারযোগ্য আছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখতে হবে।

ট্রেড লাইসেন্স, আবগারি লাইসেন্স রয়েছে কি না? নিয়মিত রেডিও করা হচ্ছে কিনা তা নজরদারিতে রাখতে হবে।

advertisement

এসওপি চূড়ান্ত হলে তার উপর ভিত্তি করেই বহুতলের ছাদ-রেস্তরাঁগুলিতে পুরসভা, পুলিস, দমকল, আবগারি দপ্তরের যৌথ সমীক্ষা হবে।

নতুন করে কোনও বহুতলের ছাদ বা বেসমেন্ট দখল করে ব্যবসা করা চলবে কিনা! চললেও তা কিভাবে? নগরোন্নয়ন দপ্তরের তরফে সব পুরসভাকে নির্দেশিকা পাঠানো হবে।

এই এস ও পি-র নিয়মিত নজরদারি রাখতে, পুরসভা ও পুলিশ, দমকল ও আফগারি বিভাগকে নিয়ে একটি যৌথ স্থায়ী কমিটি করার প্রস্তাব।

advertisement

বহুতলের ছাদের ৫০ শতাংশ ফাঁকা রেখে ব্যবসা করার শর্তসাপেক্ষ অনুমতি চেয়েছে ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র প্রতিনিধিরা।

সেরা ভিডিও

আরও দেখুন
শ্যামাপুজোয় এবার ঘুরে আসুন গুজরাত, বার্নপুরের থিমে ফুটে উঠেছে খোদালধাম
আরও দেখুন

বিষয়টি এখন আদালতে বিচারাধীন। ফলে এ নিয়ে পুরসভা আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারছে না বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। তবে নবান্নে পাঠানো প্রস্তাবে এর উল্লেখ আছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC: রুফটপ রেস্তোরাঁ নিয়ে বিরাট সিদ্ধান্ত! নবান্নে এসওপি পাঠাল কলকাতা পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল