জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নামে ঋণ দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চক্র চালাচ্ছিল ধৃত পাঁচ অভিযুক্ত। এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ আসতে শুরু করে। তারপরেই তদন্তে নামেন সাইবার বিভাগের গোয়েন্দারা। তাতেই এই জালিয়াতি চক্রের পর্দাফাঁস হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত বৃহস্পতিবার রাতে পূর্ব যাদবপুর থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানেই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছে থেকে আটটি অ্যান্ড্রয়েড মোবাইল ও ছয়টি কী-প্যাড মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা অনলাইনে সাধারণ মানুষকে টার্গেট করে আর্থিক প্রতারণা চালাত।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হওয়া বা ব্যবসার জন্য ঋণ পাওয়া যায়। অনলাইনে এমন মানুষদের টার্গেট করত এই চক্রটি। তারপর লোন পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে চলত প্রতারণা। একটা সময় পরে গ্রাহকরা বুঝতেন, তাঁরা প্রতারিত হয়েছেন। আর এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সাফল্য পেয়েছে সাইবার বিভাগ।
