দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন। আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন। যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনা হয়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। পুড়ে খাক গোটা বাস। আগুনের জেরে সাময়িক যানজট। ঘটনায় কোনও হতাহতের খবর সামনে আসেনি।
আরও পড়ুন:খড়দহে বিধ্বংসী আগুন,দাউদাউ করে জ্বলছে রঙের কারখানা, নামল দমকলের ২০টি ইঞ্জিন
advertisement
মঙ্গলবার রহড়ার ঈশ্বরীপুর কেমিক্যাল কারখানায় বিধ্বংসী আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় হুহু করে ছড়ায় আগুন। আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানায়। দীপাবলির পরেরদিনই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় উত্তর ২৪ পরগনার খড়দহে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়, পুরো এলাকা ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভোরে ওই রঙের কারখানা থেকে আগুন বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, পরে তা বাড়িয়ে মোট ২০টি ইঞ্জিন নামানো হয় আগুন নেভানোর কাজে। তবে বেশ কয়েক ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল সূত্রে খবর, কারখানার ভেতরে প্রচুর রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।