সকালের দিকেই দক্ষিনেশ্বর থেকে আরও একটি বাড়তি মেট্রো চলবে। পাশাপাশি, মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকেও একটি বাড়তি মেট্রো চালানো হবে বলেই জানান হয়েছে, কলকাতা মেট্রো কতৃপক্ষের তরফে জানান হয়েছে। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হবে এই নয়া পরিষেবা।
advertisement
রেল সূত্রে খবর, এই বাড়তি পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শুক্র। সপ্তাহান্তে, শনি ও রবিবার এই পরিষেবা পাওয়া যাবে না। এখন থেকে সোম থেকে শুক্র ২৮৮-এর জায়গায় সপ্তাহ জুড়ে ২৯০ টি ট্রেন চলবে। এর মধ্যে আপ অভিমুখে চলবে ১৪৫ টি মেট্রো। এবং ডাউন অভিমুখে চলবে ১৪৫ টি মেট্রো। এর আগে ১৪৪ টি মেট্রো চলত।
আরও পড়ুন: কাগজের গুদাম থেকে ছড়াল বিধ্বংসী আগুন! ঘরে ঘুমন্ত দাদা-বৌদি, যা করল ভাই…ঘটনাস্থলে দমকলমন্ত্রী
১) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা ৫৪ মিনিট।
এই দুটি বাড়তি মেট্রো চলবে বলেই জানা গিয়েছে।